নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

বিয়ের পরে প্রবাস জীবন এর দুই বছর অভিজ্ঞতা লিখতে বসেছি।ধারাবাহিক ভাবে চলবে। পর্ব-১

১৪ ই মে, ২০১৫ দুপুর ১:২৮

বিসমিল্লাহির রাহমানির রাহিম'।
প্রথমে নিজের একটু সমালোচনা করেনি।পড়াশোনা করেছি খুব কম-তাই হয়ত কাওকে বুঝানোর ক্ষমতা ও কম।
প্রত্যেকেই প্রবাসে বেশী ইনকাম করতে চায়
কিন্তু সবাই কি পারে।

যে বুকভরা আসা নিয়ে গিয়েছিলাম দেশে
সে আসা হয়নি পুরণ-পেয়েছি উল্টো ব্যাথা।



ব্লগার ভাইদের মত গুছিয়ে লিখতে জানিনা।তাই পুরোটা সময় আমার সাথে না থাকলে হয়তো বুঝা ও যাবেনা।
প্রথমে দেশে যাওয়ার কিছু কথা বলেনি।

দেশে যেতে মন ছোট-ছিল কিন্তু হাতে কোন টাকা নেই দুই লাখ টাকা ছিল,ছোট ভাই সৌদি আসবে তাই দিয়েদিছি।
আমি একটা সমিতি করেছি করেছিলাম ৩মাস এর সময় আমি পেয়ে যাই।১৫হাজার রিয়াল মার্কেট আর টিকেট
কিনে চলে যাই মায়ের কাছে, সাড়ে চার বছর পর।সমিতি চালানোর জন্য ছোট ভাই কে দায়িত্ব দিয়ে যাই।

যাওয়ার সময় আমার মানিবেগে ছিল মাত্র তিন শত সৌদি রিয়াল যা বাংলায় মাত্র ৬হাজার টাকা।এই কথা কেও বিশ্বাস
করবে না জানি-তাই কাওকে বলেনি-যাদের বলছি তারাও বিশ্বাস কিরেনি।

যাওয়ার কয়েক দিন পর খাওয়ার টেবিলে বসে বড় ভাই কে বিস্তারিত খুলে বললাম।আমার চলার টেনশন ছিল না,যাওয়ার
পরে আমার টাকা আসতে থাকে,তিন জন এ আমাকে দেড় লক্ষ টাকা হাওলাত দে।তবে পুড়া কপাল আমার তার মধ্য ৫০ হাজার
আমার হাতে বাকি ১লাখ বড় ভাইর হাতে চলে যায়।

আমিও আর চাইনি মনে মনে তো একটা উদ্দেশ্য ছিল।বিয়ে করলে অনুষ্ঠান হলে তো অনেক খরচ হবে। দেশে যাওয়ার কয়েক পর
মেয়ে দেখতে যাই মা বোন সহ।মেয়ে আমাদের পছন্দ হয়ে যায়।বড় ভাই সাথে টেলিফোন এ কথা হয়-সব ঠিক আছে কিনা আমি বলছি
ঠিক আছে।এই কথা কেন জিজ্ঞসা করেছিল সল্প ঞান তখন মাথায় ডুকেনি।কলমার আয়োজন কে করছে আজ পর্যন্ত জানিনা বাবা
নাকি বড় ভাই।

আমার জীবন একটি অংশ কে সাদামাঠা করে দিল।শ্বশুর বাড়িতে যখন মেহেদী লাগাচ্ছিল মেজ আপা পাশে বসা।মন চাইছিল মেজ আপা
কে বলে উঠে চলে যাই।কিন্তু সাথে সাথে আমার মন আমাকে বলে তোর কাছে তো টাকা নেই,অনুষ্ঠান করতে তো টাকা লাগবে।
১লাখ টাকা দিয়ে হবে!এই ভেবে চুপ করে বসে ছিলাম।তবুও আসা ছাড়িনি মন কে বুঝ দিলাম বড় ভাইর সন্তান আসবে কিছু দিন
পর হয়তো তখন করবে।কর্য যা হবে বিদেশ যখন থাকি দিয়ে দিতে পারবো।

চলবে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখুন আপনার মনের কথা। লিখতে লিখতে ই হবে। ব্লগ তো মনের কথা বলার জন্যই।

১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:০১

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভুল গুলি ধরিয়ে দিয়ে। সাহায্য করবেন।

২| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১:২৫

রূপা কর বলেছেন: লিখটে থাকেন ভাই ++++্

৩| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লিখুন ভাই।

সাথে আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.