নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

আগের মতো বন্ধু-ছোটরা এখন আগের জায়গা নেই।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

এখন তারা {ফিটিং} দিতে পারলে অনেক খুশী থাকে,এই বার ছুটিতে গিয়ে এমনি কিছু শব্দ-মানুষ দেখতে পাই। আজকে আমি সুদু ফিটিং এর মধ্য থাকবো। যেহেতু আমি প্রবাসে থাকি দেশে গেলে ছোট বড় বন্ধু সবার সাথে উঠা বসা হয়।

যে খানে বসতাম যে কোন একটা বিষয় উপর আলোচনা সমালোচনা চলে, শুনতাম বলতাম খুব কম,কারণ এলাকায় থাকে অভিজ্ঞতা বেশী তাদের।

অবাক হয়ে যাই তখনি,যখন দেখি একজন আরেকজন কে {ফিটিং}দে,তবে {ফিটিং}কে কারে দিলো সেটাই বুঝে আসে না।একদিন এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম,কিরে তুই ওই গ্রুপের সাথে জাসনি,বন্ধু জানালো আরে না{ফিটিং} দিয়ে কাইটা পড়ছি।কিছুক্ষণ ওই গ্রুপের অন্য একজনের সাথে দেখা,কিরে সে জাইনি কে?তারে{ফিটিং}দিয়া সাইটে রাখছি।

উক্ত কথা গুলির সারমর্ম নিজে নিজে বাহির করার চেষ্টা করছি,যে যেইভাবে পারে নিজেকে উপরে রাখতে চায়,ভুল স্বীকার অথবা সত্য টা বলতে চায় না।

বাক্যে ভুল বানান থাকলে অবশ্যই শেয়ার করবেন,কমেন্ট বক্সে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.