নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় সন্তানের বাবা হলাম নাম চাই

১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩০

আলহামদুলিল্লাহ্
কিছুটা চিন্তা মুক্ত হলাম,দ্বিতীয় সন্তানের পিতা হলাম। বাংলাদেশের ডাক্তারদের চাওয়া অনুযায়ী যা হওয়ার, সেই সিজার করতেই হয়েছে মুমতাহিনা তার ভাই পেয়ে অনেক খুশী।

দুইজনেই আছে ফেনী ডায়াবেটিস হাসপাতালে আছে।সবাই বাচ্চার মা এবং বাচ্চার জন্য দোয়া করবেন।

পিতা,মোবারক হোসেন ভুঁইয়া
মাতা,হাসনাত জাহান হাসি
ছেলের বোনের নাম,মুমতাহিনা তাজরি

মিলিয়ে নাম চাই,অর্থ সহ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৭

রিফাত হোসেন বলেছেন: কিছু মনে করবেন না। আপনার পারিবারিক নামটা হোসেন হবে না ভুঁইয়া। যদি দুইটা মিলেই হয় তাহলে নাম তো ইয়া বড় হয়ে যাবে বৈকি!

যেমন শাব্দিক হোসেন ভুঁইয়া
তবে সিজার করানো ঠিক হয় নি, বাংলাদেশে ব্যবসা আর কি।

শাব্দিক শব্দের অর্থ শব্দশাস্ত্রজ্ঞ।

আরবী নাম রাখতেই হবে কথা নাই আমার দৃষ্টিতে বাংলা অর্থবহ রাখা যেতে পারে যা ইসলামের নিয়মকে লঙ্ঘন না করে থাকে। সরাসরি আল্লাহর নামে নাম রাখা হারাম। যেমন- আর-রাহমান, আর-রহীম, আল-আহাদ ইত্যাদি। বুঝে রাখবেন। :) যদি ধার্মিক হয়ে থাকেন । অনেকে মুসলিম নামের হলেও অবিশ্বাসী। আমি হেয় করে বলছি না যেহেতু আমি আপনার সাথে পরিচিত নই। যে নামই রাখুন অবিশ্বাসী বা বিশ্বাসী হয়ে থাকুন, সুন্দর নাম রাখুন। :) সেই কামনাই করি।

২| ১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


এই সপ্তাহের বিখ্যাত নাম, "কিম জং উন"; ভালো লাগলে রাখতে পারেন।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোবারক ভাই দ্বিতীয় সন্তানের আগমনে আপনাকে অভিনন্দন। বাচ্চাদের নাম অবশ্যই সুন্দর ও ইসলামিক হলে ভাল হয়। আপনি ছেলের নাম ভাল কোন আলেম থেকে জেনে অর্থসহ নাম রাখাতে পারেন। নিচে আমি কয়েকটি নাম দিলাম ভাল মনে করলে রাখতে পারেন। নামগুলো সাহাবীদের।
১। মুসান্নিফ
২। মুসান্না
৩। মুসায়্যিব
৪। মুআবিয়া
৫। মুআজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.