নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদিআরবে নতুন করে তেলের মুল্য ১ রিয়াল ৩৭ হালালা হওয়াতে এখন কিছুরেই দাম বেড়েছে।
সকাল ৬ থেকে ডিউটি করে সন্ধ্যা ৭ টায় খেতে আসলাম, যে খাওয়ার ১০ রিয়ালে খেতাম সে খাবার ১৬ রিয়ালে খেলাম।
আরও যে কয়েক ঘণ্টা ডিউটি করতে হবে।তাই বেশী কিছু লিখার ইচ্ছে থাকলেও পারছি না।
ভালো থাকবেন সবাই।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
শাহিন-৯৯ বলেছেন: সেীদিতে নাকি অনেক হারাম এখন হালাল করছে বর্তমান যুবরাজ, কথাগুলো কতটুকু সত্য?
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও!! এই খাওয়ার পয়সাটাও তুলতে হবে, ওভারটাইম করে!!
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৩
শামচুল হক বলেছেন: পায়সা বাচান নইলে বিপদ আছে।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এলা বুঝেন তেল না থাকলে এই দেশগুলোর কী অবস্থা হবে...
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: ১৪ রিয়ালের নুস আলফাহাম তো ১৪তেই কিনলাম। আর ১০ রিয়ালের চিকেন বিরিয়ানিও ১০ রিয়ালেই কিনলাম। খালি ১৯রিয়ালের নোভা কিনলাম ২০ রিয়ালে। আর যেই ৫০ রিয়ালে গাড়ির টাঙ্কি ভরে যেতো, সেটা হয়েছে ৯২তে।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
মোস্তফা সোহেল বলেছেন: দ্রব্যমূল্য বৃদ্ধি সবখানেই চলতেছে তাহলে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সেলিম আল সাজু বলেছেন: একবেলা খেয়ে দুইবেলা উপুস থাকেন মিয়া ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
টাকা জমানোর চেষ্টা করেন, সামনে কি আছে বলা মুশকিল