নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

আমি ভুলে যাই

১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৩

আমি প্রবাসী,কখনো ভালো থাকি কখনো সৌদি আরবের আইন কানুনের চিপায় পড়ে পেরেশানি হয়ে ঘুরতে থাকি।এই বিষয় গুলো অতি দ্রুত ভুলে যাই।শুধু ভুলে যাইনা এই গুলো বন্ধু ভেবে চলতে থাকি।কে আমার পাশে দাঁড়িয়েছে,কে দূরে ঠেলে দিয়েছিলো,আমি ভুলে যাই।

প্রবাসে ভিন্ন সমস্যায় থাকে প্রবাসীরা।নিজের সমস্যা শেয়ার করতে গিয়ে দেখি,সে আমার চেয়েও কষ্টে। তখন বলি, আলহামুদিল্লাহ ভালো আছি।

যতো আল্লাহর কাছে চাইবেন। তিনি ব্যবস্থা করে দিবেন বান্দার উচিলার মাধ্যমে। বিশ্বাস করুণ তিনি দেন, আমি তার প্রমাণ,বিগত কয়েক বছর আমি যে কি ভাবে ঠিকে আছি আমি জানি।

প্রতি বছরেই ইকামার টাকার সমস্যা,মনে মনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতাম।আল্লাহ কে বেশী বেশী স্মরণ করতে থাকি।আল্লাহ তার কোন না কোন বান্দার মাধ্যমে,আমার সমস্যা সমাধান করে দিয়েছে।আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সাউদি আরবে যে কাজ শিখেছেন তা বাংলাদেশে করার চিন্তা করুন। সাউদি আরবে “সড়ক ব্যাবস্থা ভালো, খাবার ভালো” এছাড়া আর কিছু ভালো আছে আমার জানা নেই। সাউদি আরবে বাংলাদেশী যারা আছে একজন আরেকজনের পেছনে উম্মাদের মতো লেগে থাকে। বিচিত্র বাংলাদেশীর মনোভাব।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৪

মোবারক বলেছেন: একজন আরেকজনের পেছনে উন্মাদের মতো লেগে থাকে, বাস্তব ভাইজান। দোয়া করবেন।

২| ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যখন আপনার কথাগুলো শোনেন, উনাকে অনুরোধ করেন, আপনাকে সম-বেতনের একটা চাকুরী বাংলাদেশে দিতে; টাকা আসবে, বউয়ের কাছে থাকতে পারবেন।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৬

মোবারক বলেছেন: আমার বিশ্বাস সৌদি আরবে অথবা দেশে একটা ব্যবস্থা করে দিবেন।ইনশা আল্লাহ, সুখবর নিয়ে আসবো

৩| ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ কর,
আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।

..................................................................................................................
একজন মুসলিম হিসাবে আপনি আপনার বিশ্বাসের কথা বলেছেন ,
তবে নামাজের সময় ব্যতিত আপনার ও আপনার পরিবারের ভরনপোষনের জন্য
কর্মের কথা বলা আছে ।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৮

মোবারক বলেছেন: শেষের লাইন বুঝতে পারেনি ভাইজান।

৪| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতিরিক্ত জনসংখ্যার অভিশাপ। বাংলাদেশে ফিরে গেলে আপনি বেঁচে থাকার মত সামান্য কাজটুকু খুঁজে পাবেন না।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৮

মোবারক বলেছেন: এই কারণে এই দেশে ঠিকে থাকার লড়াইয়ে আছি

৫| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬

মাহের ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ।
আল্লাহ্‌ সবাইকে ভালো রাখুন।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।
ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৯

মোবারক বলেছেন: আপনাকেও ধন্যবাদ গরিবের বাড়িতে আসার জন্য

৬| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সৌদি থেকে অন্য দেশে যাবার চেষ্টা করুন। খুব ভালো হয় যদি ইউরোপের কোনো দেশে যেতে পারেন।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:২০

মোবারক বলেছেন: টাকার মামলা, বড় অংকের। ভালো পরামর্শ ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.