নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

সপ্ন বাস্তবায়নের সিঁড়ি খুঁজতে তারা এখন জেদ্দায়

০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৬

আমি জানিনা ১০ দিন ১২ দিন বা সপ্তাহ খানেকের মধ্যে তাদের সপ্নে  আঘাত লাগে কিনা। একটি রুমে গাদাগাদি করে থাকা। যার কখন ও নিজ হাতে প্লেটে ভাত নিয়ে খাওয়ার অব্যাস নেই তাকে থালা বাটি ধোঁয়া থেকে শুরু করে রান্না করাসহ দৈনিন্দন সব কাজ করছে এখন তারা ।  স্বল্প শিক্ষিত তাই এরা বেশীর ভাগ ই নির্মান শ্রমিক বা কোন মুল শ্রমিকের বা টেকনিশিয়ানের সহযোগী হিসেব কাজ করবে। কাফালা হওয়ার পর না জানি  শুরু হয় অমানুষিক পরিশ্রম!

এদের মধ্য একজন আমার মামাতো ভাই , আজকে বৃহস্পতিবার ডিউটি শেষে তার সাথে দেখা করতে গিয়ে তার সাথে নতুন আরও কয়েকজনের স্বপনের কথা শুনলাম আর আমি নিজের মতো করে চিন্তা করলাম। ছবিতে তারা সবাই সদ্য প্রবাসী মাত্র ১৫ দিন তাদের প্রবাস বয়স। দুইটি হাত বদলের মাধ্যমে তারা রিয়াদ এসে কাজে যোগ দিয়েছে, পেয়েছে কাফালার আশ্বাস ও। তবে কিছুশর্ত আছে।

১৭ অক্টোবর রিয়াদ হয়ে জেদ্দায় SUNDUS নামক একটি কোম্পানির অস্থায়ী শাখা অফিস হাইয়ার সামিরে আছে । দীর্ঘ সময় দাঁড়িয়ে তাদের স্বপ্ন গুলো কথা শুনলাম।

 প্রবাসে তাদের স্বপ্ন গুলো বাস্তবায়ন হোক 
দেশ ও বেশী রেমিটেন্স এ লাভবান হোক।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


জেদ্দায় কি পরিমাণ বাংগালী আছেন?

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

মোবারক বলেছেন: বাংলাদেশে কনস্যুলেট ধারণা মতে জেদ্দা আসেপাশে প্রায় ৮ লক্ষের মতো প্রবাসী বাংলাদেশী আছে।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: প্রবাসীরা ভালো থাকুক। এই প্রার্থনা করি সব সময়।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাই, বর্তমানে ভালো থাকার লক্ষণ আমি দেখি না।

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ষোল কোটির মধ্যে ১ কোটি বিদেশে থাকে। এরকম আরও দেশ কয়টা আছে?

০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মোবারক বলেছেন: জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.