নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা আজ আমি অনেক কেঁদেছি , ফোনে তোমার কান্নায় আমার ও চোখেজল এসেছে। তুমি যেন বুঝতে না পারো আমিও কাঁদছি তাই তাড়াতাড়ি বিদায় নিলাম মা।
ভীষণ কেঁদেছি মা , একলা রুম হওয়ার কারণে কিছুটা আওয়াজ করে কেঁদেছি মা। আমার একটি ঘর ও আমার ভবিষ্যৎ নিয়ে তুমি অনেক চিন্তিত মা। তুমি জীবিত থাকতে তোমার সেই স্বপ্ন , আমাকে দিয়ে হবে কিনা জানি না মা। তোমার দোয়া যদি আল্লাহ্ কবুল করে সম্ভব হবে মা।
©somewhere in net ltd.