নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বসবাস করি সময়ের প্রয়োজনে গড়ে উঠা লোহিত সাগর তীরে অবস্থিত জেদ্দা শহরে। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। লোহিত সাগরের উপর অবস্থিত সর্ববৃহৎ সমুদ্রবন্দর এই শহরেই অবস্থিত। ৪৩ লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এই শহরে ২০১২ সালের শেষের দিকে এসেছি রিয়াদ থেকে। দীর্ঘ এই সময়ে আমি এখনো সুস্থ্য আছি। এর মাঝে কতজনকে বিমানবন্দরে বিদায় দিলাম। যাদের অনেকে দীর্ঘ দিন প্রবাসে থেকে শেষ বয়সে নিজ দেশে ফিরে গেছেন। অনেক প্রবাসী এখানে স্বপ্ন পূরণ করতে এসে স্বপ্ন পূরণ হওয়ার আগেই মৃত্যু বরণ করেছেন।
এখন পৃথিবীর সব দেশই নানা ভাবে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯-কে নিয়ন্ত্রণ করার সার্বিক প্রচেষ্টায় লিপ্ত। কিন্তু সৌদি জনস্বাস্থ্য বিভাগের কাজ করার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। যেখানে আমরা চতুর্দিক থেকে শুনছি লকডাউন এবং সম্পূর্ণ যাতায়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখানে সৌদি সরকার ও জনস্বাস্থ্য বিভাগ বারবার হাত ধোয়া ও পারস্পরিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশনা দিয়েছে। লকডাউনের মত কঠোরতায় না গিয়ে শপিং মল ও দোকান পাট খোলা রেখেই স্বাস্থ্য নির্দেশিকা মানার ক্ষেত্রে বেশি জোর দিয়েছে। যে কোনও সরকারি নীতির মতো এই নীতি বা নির্দেশিকা সবাই যে সমর্থন ও অনুসরণ করছে ।
৭ মে শুক্রবার সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে- সরকারী - বেসরকারী সকল সেক্টরে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যোগদানের পূর্বশর্ত হল করোনা প্রতিশেধক টিকা গ্রহণ। ঘোষনা দেয়া হয়েছে, "টিকা নিন। নিরাপদ থাকুন।"
আমিও টিকা নিয়েছি কারণ আমাকে সুস্থ্য থাকতে হবে। কারণ এই শহরে আমাকে প্রতিদিন কাজে বের হতে হয় । নিজে চলার ও দেশে থাকা মা, বাবা, স্ত্রী , সন্তানদের জীবিকা নির্বাহ করে আসছি। আমার কারণে যেন একজন মানুষও আক্রান্ত না হয় আমি সেই দিকে ওয়াকিফহাল।
এ শহরের সাথে তৈরী হয়েছে আমার এক কঠিন বন্ধন। মাঝে মাঝে মনে হয় এই শহর ছেড়ে গেলে বুঝি আমি মরেই যাবো । এই শহর কে এইভাবে ভালোবেসে ফেলেছি। কারণ এই শহরে আমি অসংখ্য ভালো মানুষের দেখা পেয়েছি। যারা কিনা বিপদে আপদে পাশে ছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এক সময়ে কেউ দেশে চলে গেলে চিন্তা করতাম, এই ভালো মনের মানুষটি চলে যাচ্ছেন হয়ত এই রকম মানুষ এই শহরে আর আসবে না। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত করেছে এমনই কিছু মানুষ। এই পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে যারা আসবে যাবে। ক্ষণিকের এই দুনিয়াতে । রেখে যাবে ভালো কাজের দৃষ্টান্ত ।
তেমনি একটি ভালো কাজের কথা বলে শেষ করব। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের নবনিযুক্ত মান্যবর কনসাল জেনারেল নাজমুল হক স্যারের কথা বলছি। একদিন কনস্যুলেটের বাহিরে পরিদর্শনে গিয়ে সামনে এক বয়স্ক প্রবাসী কে জিজ্ঞাসা করেছেন কি কাজে এসেছেন? ভদ্রলোক জানালেন পাসপোর্ট রিনিউ করতে এসেছেন জেদ্দা থেকে প্রায় ৪ শত কিলো মিটার দূরের শহর আবহা থেকে। স্যার নিজেই সেই প্রাবসী কে সাথে নিয়ে সার্ভিস দিলেন। এই রমজানে প্রতিদিন সকাল ৮ টা থেকে ৯ টায় যারা এসে দাঁড়িয়ে থাকেন, তাদের প্রথম ১ ঘন্টার সার্ভিস নিশ্চিত করেছেন প্রবাসীদের এই অভিভাবক।
হাজারো সমস্যার মাঝে উদারতা আর নৈতিক কর্তব্যবোধের এইসব উদাহরণ সত্যি মন ভাল করে দেয়। ভাল থাকুক জেদ্দা ভাল থাকুক পৃথিবী।
০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০০
মোবারক বলেছেন: সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রায় ১০ লক্ষের অধিক প্রবাসীর বসবাস।
২| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
অনেক বাংগালীর মৃত্যু হয় সেই দেশে, ইহার কারণ কি?
০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪
মোবারক বলেছেন: ঝুকিপূর্ণ কাজ, নিজেরা ড্রাইভ করে। ঘুম ঘুম চোখেও গাড়ি চালানো। যে রাস্তায় সাইকেল চালানো নিষেধ সেখানেও চালানো। রাস্তা পারার অসতর্কতা। অবৈধ ভাবে কাজ করে চিকিৎসা সমস্যা।
৩| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি ইচ্ছা করলে আপনার পরিবার নিয়ে ওখানে বসবাস করতে পারবেন ?
আমার মনে হয় সেটা পারলে সবচেয়ে ভালো হতো।
০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৫
মোবারক বলেছেন: ইচ্ছে করলে সম্ভব না। ভিজিট ভিসা আছে। তবে বেতনের সাথে কথা বলেছি। হিসেব মিলে না।
৪| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রবাসী নাগরিকদের পারিবারিক জীবন থাকাটা খুবই দরকারি ছিল
অথচ সেটাই নেই।
আফসোস!
০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৭
মোবারক বলেছেন: আমাদের একটা সমস্যা, একজনের কাছে অনেকের চাওয়া পূরণ করতে পারুক না পারুক। পেশার বলা চলে
৫| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মালয়েশিয়াতেও একই অবস্থা দেখি।
মানুষ খুব কষ্টে আছে।
৬| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: মোবারক,
একটা জায়গাতে দীর্ঘদিন থাকলে একটা মায়া পড়েই যায়।
আপনার প্রবাস জীবন আনন্দে কাটুক। যে ত্যাগ স্বীকার করে বাবা-মা- স্ত্রী-সন্তানদের ভরন পোষন করছেন তা অব্যাহত থাকুক। আপনার সকল প্রচেষ্টা পূর্ণতা লাভ করুক। আল্লাহ আপনার সহায় হোন।
নিজেকে নিরাপদ রাখুন। শুভেচ্ছা আপনার জন্যে।
০৯ ই মে, ২০২১ রাত ৮:০৩
মোবারক বলেছেন: দোয়া চাই। সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ আপনাকে।
৭| ০৯ ই মে, ২০২১ রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: বাকি জীবন ওখানেই সুন্দর ভাবে কাটান।
০৯ ই মে, ২০২১ রাত ১১:০৪
মোবারক বলেছেন: স্ত্রী সন্তান দেশে আমি পড়ে থাকলে কেমনে হবে।
৮| ০৯ ই মে, ২০২১ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: জেদ্দা শহরের নামকরণে ইতিহাসটা লিখলে আরো ভালো লাগতো
০৯ ই মে, ২০২১ রাত ৯:০১
মোবারক বলেছেন: ইনশাআল্লাহ লিখবো। ধন্যবাদ
৯| ০৯ ই মে, ২০২১ রাত ৯:২৩
জগতারন বলেছেন:
আজকে "সামু"-তে এসে জ্বনাব মোবারক সাহেবের এই প্রবন্ধটি পড়ে খুউব ভালো লাগল। আমিও অনেক দিন যাবত প্রবাস জীবন যাপন করছি। পরিনত বয়সে এখন আমার মনেও এরম বিভিন্ন চিন্তা ও ভাবনা এসে মনে ভর করে। প্রবাসীরা নিজের পরিবার ও দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে এই কঠোরতর জীবন মেনে নিয়ে জীবন অতিবাহিত করলো তা হয়তো কোথায়ও কেহ লিখে রাখবে না, কিন্তু সে সমস্ত স্মৃতি জানা থাককে প্রত্যেকটি প্রবাসীর অন্তরে।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন:
প্রবাসী নাগরিকদের পারিবারিক জীবন থাকাটা খুবই দরকারি ছিল; অথচ সেটাই নেই।
এই অভিমতটির গুরুত্ব প্রয়োজনীত বলে শেষ করা যায় না।
আমাদের দেশের প্রত্যেকটি প্রবাসী ভালো থাকুক প্রার্থনা করি।
০৯ ই মে, ২০২১ রাত ১০:৩৭
মোবারক বলেছেন: ধন্যবাদ জাগরণ ভাই। সুন্দর মূল্যায়ন করে মন্তব্য জন্য।
১০| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রবাস জীবন সুখময় হোক, এ দোয়া রইলো। আর জেদ্দায় নবনিযুক্ত আমাদের মান্যবর কনসাল জেনারেল নাজমুল হক সাহেবের সহৃদয় আচরণের কথা জেনে মুগ্ধ হ'লাম। তার জন্যেও দোয়া রইলো।
০৯ ই মে, ২০২১ রাত ১০:১৮
মোবারক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। দোয়া করবেন। আপনে কি স্যার কে চিনেন?
১১| ০৯ ই মে, ২০২১ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: "আপনে কি স্যার কে চিনেন?" - না, আমি তাঁকে চিনি না। আপনার মাধ্যমেই আমি তার মানিবিক মনের পরিচয় পেয়ে ঐ মন্তব্যটি করেছি।
উনি যেটা করেছেন বলে আপনি লিখেছেন, বহুকাল আগে মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এর দায়িত্ব পালনকালে আমিও সেরকম কাজ করে বহু বাঙালির ভালবাসা পেয়েছিলাম।
০৯ ই মে, ২০২১ রাত ১০:৩৬
মোবারক বলেছেন: মাশা আল্লাহ। আল্লাহ সেবাগুলো কবুল করুক। আমি ভেবেছিলাম আপনে চিনেন। ধন্যবাদ মুল্যবান সময় দিয়ে মন্তব্য উত্তর দেওয়ার জন্য।
১২| ০৯ ই মে, ২০২১ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: যে কোন শহরে দীর্ঘ দিন থাকলে সেই শহরের প্রতি একটা প্রবল টান অনুভব হয় । ঢাকাতে আমার কেউ নেই । যে কাজ করি সেটা আমার গ্রামের বাসা থেকেও নিশ্চিন্তে করা যায় । চাইলেই এখন ঢাকা ছেড়ে বাড়িতে চলে যাওয়া যায় কিন্তু এই শহরে প্রায় ১৩ বছরের উপরে রয়েছে । একাই রয়েছি । কী এক মায়া পড়ে গেছে যে এটা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না ।
সুস্থ ভাবে থাকুন সেখানেই থাকুন ।
১০ ই মে, ২০২১ রাত ১:২৫
মোবারক বলেছেন: আমি শহর যা পেয়েছি। জানিনা নিজের দেশের শহরে পাবো কিনা! দেশে পাওয়ার আর পাওয়ার দেখানো লোকদের কথা মনে হলে দেশেই যেতেই ইচ্ছে হয় না।
১৩| ০৯ ই মে, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: জেদ্দা আধুনিক শহর। খরচের শহর।
আপনি কি হাফার আল বাতেন এলাকায় কখনও গিয়েছেন?
১০ ই মে, ২০২১ রাত ১:২৩
মোবারক বলেছেন: আগের চেয়ে আরও সুন্দর করার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। না ভাইয়া আমি যাইনি হাফার আল বাতেন।
১৪| ১০ ই মে, ২০২১ ভোর ৬:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার পোস্টটি অনেক অনেক ভালো লাগলো। মানুষরা সচেতন থাকলে সবই সম্ভব যার প্রতিফলন আপনি দেখছেন সৌদি সরকারের করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে। এমনটাই হওয়া উচিত সবারই।
দেশে ঈদের পূর্বে উন্মত্ত জনতা যেভাবে নিজের কবর খুঁড়ছে, তাতে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই।
১১ ই মে, ২০২১ ভোর ৪:৫৭
মোবারক বলেছেন: গুণীজন ভাইয়া । অসংখ্য ধনবাদ গরিবের বাড়িতে।
১৫| ১০ ই মে, ২০২১ সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রবাসীদের জীবন খুব কষ্টের পরিবার ছাড়া থাকতে হয় বলে। আপনি ভাল থাকুন।
১১ ই মে, ২০২১ ভোর ৪:৫৮
মোবারক বলেছেন: োয়া চাই। ৫ বছর দেশে যাওয়া হয়নি, পড়ে আছি স্বপ্ন পূরণের আসায়।
১৬| ১০ ই মে, ২০২১ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আগের চেয়ে আরও সুন্দর করার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। না ভাইয়া আমি যাইনি হাফার আল বাতেন।
হাফার আল বাতেন বর্ডারের কাছে। আমি গিয়েছিলাম। আমার আকামা ছিলো গাড়ির হেড মিস্ত্রী। অথচ গাড়ির কাজ কিছুই জানি না। যাওয়ার দেখি আমাকে কাজ দিয়েছে কাঠ মিস্ত্রীর হেলপার। খুব কষ্টের কাজ। তিন মাস পর দেশে ফিরে এসেছি।
১১ ই মে, ২০২১ ভোর ৫:০২
মোবারক বলেছেন: আপনার হয়তো বা দেশে কিছু করার ইচ্ছে ছিল। তাই সিদ্ধান্ত নিয়ে চলে গেছেন। আমার কিছু নেই । তাই পড়ে আছি, এইদেশে , নিজ দেশে পাওয়ার দেখায়, কিছুদিন মানিক নগর দোকান দিয়েছি শিক্ষা হয়েছে। মহল্লার বাচ্ছা ছেলেরা কি পাওয়ার দেখায়। আমি দোকানের সাঁটার বন্ধ করে দিয়েছে। আমাকে ভিতরে রেখে ।
১৭| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩০
অনেক কথা বলতে চাই বলেছেন: Arab der kharap bebohar peyechen kokhono?
১১ ই মে, ২০২১ ভোর ৬:৫৫
মোবারক বলেছেন: জি ,পেয়েছি ভাইয়া ।
১৮| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আগের চেয়ে আরও সুন্দর করার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। না ভাইয়া আমি যাইনি হাফার আল বাতেন।
হাফার আল বাতেন বর্ডারের কাছে। আমি গিয়েছিলাম। আমার আকামা ছিলো গাড়ির হেড মিস্ত্রী। অথচ গাড়ির কাজ কিছুই জানি না। যাওয়ার দেখি আমাকে কাজ দিয়েছে কাঠ মিস্ত্রীর হেলপার। খুব কষ্টের কাজ। তিন মাস পর দেশে ফিরে এসেছি।
ওমরাহ টা করে আসলে ভালো হতে।
পাক পবিত্র হয়ে আসতে পারতেন।
১৯| ১১ ই মে, ২০২১ সকাল ৭:১৪
অনেক কথা বলতে চাই বলেছেন: Arab der kharap beboharer bepare arektu bolben ki? Ar, omon howar por-o "I love Jeddah" ?
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
ওখানে কি পরিমাণ বাংগালী আছেন?