নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জৈনিক প্রবাসী তার বন্ধুদের মেসেঞ্জারে গ্রুপ কল দিয়েছে। তারা একটু তার সাথে ভাব নিয়ে কথা বলতেছে তার মনে হচ্ছে। বার বার বলতে শুনতেছি পাশে দাঁড়িয়ে। তোরা এমন ভাব নিয়ে কেন কথা বলিস৷ আমরা কি প্রবাসী হয়ে যাওয়ায় তোরা এমন ভাব দেখাস।
সকালে কাজে যাই, সন্ধ্যায় আসি। এসে রান্নাঘরে যাই। এইভাবে আমাদের জীবন প্রবাস জীবন। আজকে ঈদের দিন ছুটি পেয়ে লোহিত সাগর পাড়ে এসেছি। গ্রুপে কল দিয়েছি তোদের দেখাবো বলে। তোরা যা ভাব দেখাইলি।
পাশে দাঁড়িয়ে থাকা অন্য বন্ধু শুনে তার থেকে মোবাইলটি নিয়ে তাদের মুখের উপরে (খাল্লিবাল্লি ফোন কাট ) তোরা তোদের ভাব নিয়ে থাক।
সমুদ্রের ঢেউ বেশিরভাগ মানুষেরই মন ভালো করে দেয়৷ আগে থেকে জানা। আজকে মেহমান ছিল। তাদের একটু আনন্দ দিতে আমিও লোহিত সাগর তীরে।
জৈনিক প্রবাসী'র পাশে দাঁড়িয়ে সমদ্রের ঢেউ ভিডিও ধারণের সময় সেই প্রবাসী'র কিছু বাক্যে এই ভিডিওতে এসে গেছে।
আজকে লোহিত সাগর তীরে স্থানীয় নাগরিক নেই বললেই চলে।
যতটুকু হেটেছি, বেশীরভাগ আওয়াজ আমাদের ভাষা। ছুটির দিনে তারা মিস করে না। কারণ অনেক প্রবাসী ভাই বছরে একদিন ছুটি পায়।
হ্যাপি ঈদ মোবারক সবাইকে ।
১৩.০৫.২১খাল্লিবাল্লি ফোন কাট
২| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: "আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে"
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২১ ভোর ৬:৩৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: খুব একটা বন্ধুত্ব ছিলো না কখনও কারও সাথে। প্রবাসে এসে মূলত একজনের সাথেই মাঝে মধ্যে যোগাযোগ হয়। মনোমালিন্যের সুযোগও তেমন নাই।
ভাই কোথায় থাকেন?