নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বাবার আদর বিহীন\' মায়ের আদরে বড় হও

০৬ ই মার্চ, ২০২৩ রাত ৩:০৭


আজ মায়া আর ভালোবাসা ত্যাগ করে অবশেষে প্রিয় সন্তানদের বিদায় দিয়েছি। এইতো কিছুদিন আগে আমার সন্তানেরা আমার কাছে বেড়াতে আসে। জন্মের পর থেকে তারা তাদের বাবা কে তেমন কাছে পাইনি। ছেলের বয়স ৪ বছরের উপরে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা কিন্তু তার কোন সাড়া নেই। প্রবাসী বাবা ও জেদ করেছে যতদিন তুমিই নিজেই বাবার কাছে আসবে না। ততদিন শত কষ্ট হলেও রেখে দিবো।
সেই আসা পরিপূর্ণতা লাভ করেছে। বাবার কোলে আসা, বাবার সাথে বাহিরে যাওয়ার জেদ করা, নামাজে দাঁড়ালে পিছনে কাঁধে উঠা
চুমু খাওয়া, এই ভালোবাসার ধারণ করার শক্তি নেই। পৃথিবীতে এত বিপদ, জীবনে এত সংকট। সবকিছু থেকে ওদের আগলে রাখতে
ইচ্ছা করে। কিন্তু আমি জানি সেটা সম্ভব নয়। তখন নিজেকে খুব অসহায় মনে হয়।সন্তান এরা চলে যাওয়ার শেষ সময়ে 'মুনতাহিনা' যেকোনো কাজে বাবা, বাবা ডাকা, মেয়ে এখন সব কিছুই বুঝে। ছেলে এখন বাবার জন্য পাগল। দরজা নক করতেই দৌড়ে আসা। ওদের হাত শক্ত করে ধারে রাখার জন্য, আমার নিজেকে আরও অনেক শক্ত হতে হবে।

এই দূর প্রবাস থেকে তোমাদের যে কত ভালোবাসি তা ভাষায় বর্ণনা করা যাবে না। মুমতাহিনা, মাশফি তারা তাদের বাবা কে সব
মিলিয়ে এক বছর কাছে পেয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের কাছে রাখতে। কতটা বেদনার চাদরে ডাকা এই কালো জীবন, তোমার
বাবার মতো এমন লক্ষ লক্ষ বাবা পড়ে আছে প্রবাসে। নিজের সুখ আনন্দে কে বিসর্জন দিয়ে। আমি যদি হঠাৎ মরে যা-ই। তোমাদের বলা হবে না আমার কোন কোন গল্প। আমার পছন্দ অপছন্দ। পাওয়া না পাওয়া কথা। অথবা আমার স্বপ্ন গুলো।

সমুদ্রের সাঁতার, মনে হয় যেন এগোনোই যাচ্ছে না। মাঝে মাঝে তেমনই মনে হয়। হঠাৎ প্রচুর অর্থ আসতো। সব পরিবর্তন হয়ে যেতো।
সেই প্রচুর অর্থ যেন মরুভূমির পথের উপর মরীচিকা। কুমিল্লা টু ফেনির এক সময়ের সিকুইন বাসের মতো। একইভাবে জীবনকে ভালোবাসতে শেখায়, ঘৃণা করতে শেখায়, ভোগ করতে শেখায় সেই সাথে শেখায় ত্যাগের মহিমাও। এ যেন পৃথিবীর মধ্যেই লুকিয়ে থাকা আরেক পৃথিবী। পিতার আদর বিহীন মায়ের আদরে বড় হও তোমরা।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



৫২ বছর পরেও, মানুষকে চাকুরীর জন্য কেন বিদেশ যেতে হচ্ছে, কেন নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দিতে হচ্ছে, কেন পায়ে হেঁটে ইউরোপের পাহাড় অতিক্রম করতে হচ্ছে, আমাদের সরকারের চোর, ডাকাতদের মাথায় ঢুকে না।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

মোবারক বলেছেন:

২| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৮

শেরজা তপন বলেছেন: একজন প্রবাসী বাবা হিসেবে বাকি সব প্রাবাসী বাবাদের মুখপাত্র হয়ে চমৎকারভাবে অন্তরের উপলব্ধি প্রকাশ করেছেন!
সন্তানদের এখনই ভালবাসার সময়- কাছে আসার সময়, এই সময় সব কিছু ফেলে দূর প্রবাসে পড়ে থাকা সত্যিই মর্মবিদারক!

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

মোবারক বলেছেন: অনেক কষ্টের ভাইয়া

৩| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:১৪

বিটপি বলেছেন: এই দেশে চাইলেও লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা যায়। কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হলে মানুষ সচ্ছলতা অর্জন করবে - ক্ষমতা পেয়ে যাবে - এটা ক্ষমতাসীনরা চায় না। ভারতীয়রা যে ভুল করেছে, বাঙালিরা সে ভুল করবেনা।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

মোবারক বলেছেন: সহমত

৪| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

৫| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১১

স্মৃতিভুক বলেছেন: বুকের সমস্ত হাহাকার মিশিয়ে মনে হয় লিখেছেন। কয়েকটা বাক্য এত বেশি টাচি, কতটুকু দীর্ঘনিশ্বাস জমা থাকলে এরকম করে লেখা যায়, জানি না।

অন্তরের অন্তস্থল থেকে আপনার পরিবার এবং সন্তানদের জন্য শুভকামনা থাকলো - খুব শীঘ্রি যেন আবার একসাথে হতে পারেন; বাচ্চা দুইটা যেন বাবা'র হাত শক্ত করে ধরে পরম নিশ্চিন্তে ঘুমাতে পারে।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

মোবারক বলেছেন: আপনার মন্তব্য আরও আরও বেশি টাচিং।

৬| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সন্তান যে কী জিনিস, যাদের সন্তান আছে তারাই বুঝে কতটা মায়ায় মমতায় ভরা থাকে একটা সংসার
কী আনন্দ কলতান দিনরাতি বয়ে যায় বাড়ি বাড়ি। আমার বাবাকেও পাইনি কাছে ছোটবেলা থেকে। বাবা সেনাবাহিনীতে জব করতেন। শেষে শান্তিবাহিনী হিসেবে কুয়েত গেলেন তারপর কাতার থাকলেন বহু বছর । ততদিনে আমরা বড় হয়ে গেছি। কিছুদিন সাথে থাকতে পেরেছি তারপর বিয়ে সংসার।

শুভকামনা

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মোবারক বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে।

৭| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: আমার ফ্যামিলির ভিসা লাস্ট বারের মতো বাড়ালাম, ঈদ এর পর চলে যাবে, এই মুহুর্ত আর ফিরে আসার সম্ভবনা হয়তো নেই, তবুও চেষ্টা থাকবে আবার আনার

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মোবারক বলেছেন: মাশা আল্লাহ।

৮| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: প্রবাসীদের এটাই বড় কষ্ট পরিবার থেকে দূরে থাকা।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মোবারক বলেছেন: জি, ভাই

৯| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কয়েকবার পরিবার আনতে গিয়েও শেষ মুহুর্তের সমস্যার কারণে আনতে পারি নি। শেষে ২০২১এ পরিবার এসেছিলো। বিদায় বেলার কষ্টের কথা এখনও মনে আছে।

আলহামদুলিল্লাহ, এখন তারা আমার সাথে, পারমানেন্ট ভিসায় :)

আপনার কষ্টটা আমি পুরোপুরি বুঝতে পারি। আল্লাহ আপনার জন্যও সুন্দর কোন ব্যবস্থা করে দিন।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মোবারক বলেছেন: মাশা আল্লাহ।

১০| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪০

ফুয়াদের বাপ বলেছেন: নিজেও প্রবাসী তাই আপনার কষ্টটা ভালো করেই উপলব্ধি করতে পারছি। সন্তানকে কাছে পাবার আকাঙ্খা প্রতিমূহুর্ত হৃদয়ে রক্তক্ষরন হয়।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: প্রবাসী বাবাদের এই কষ্ট কোনো দিন শোধ হওয়ার নয়।

০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি পড়ে বুকের মধ্যে হাহাকার করে উঠলো।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৯

মোবারক বলেছেন: আমি আপনার লেখার ভক্ত ভাইয়া । ধন্যবাদ পড়ার জন্য

১৩| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কষ্ট বড় কষ্ট…….
পরিবার ছেলে মেয়ে ফেলে প্রবাসে থাকা কি যে কষ্ট আর বেদনার সেটা এই লেখার চেয়ে ভালো ফুটে উঠত না অন্য কোন মাধ্যমে।

ভালো থাকুন ভালো থাকুন আপনার আদরের সন্তানেরা।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫১

মোবারক বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য , ধন্যবাদ ভাইয়া

১৪| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: মোবারক,




সন্তান - পরিবার ছেড়ে যারা প্রবাসী হয়েছেন তাদের মনে লুকিয়ে থাকা বেদনার যে কথাগুলো এতোদিনও বলা হয়নি, তাই-ই বলে গেলেন পাঠকদের কাঁদিয়ে!
বাবারা মহীরূহের মতো। আপদে-বিপদে, ঝড়ে-ঝাপটায়, দুঃখ-কষ্টে, আনন্দ-সুখে তারই ছায়াতলে নিরাপদ আশ্রয় মেলে তার পরিবার - সন্তানের।
প্রার্থনা, আপনার কাতরতাবিদ্ধ বিশাল মনের ছায়া তলে যেন আপনার সন্তানেরা নিরাপদে থাকে, আপনার দেয়া ছায়ার পরশে যেন তাদের জীবন জুড়োয় চিরকাল।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫২

মোবারক বলেছেন: দোয়া করবেন ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.