![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রিকায় খবর দেখে ফেসবুকে ঢুকে দেখি মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ট্যবলেট পিসি বিক্রি করছে ম্যাকসিস। ১.৫ গি.হা. প্রসেসর সাথে আছে ৫১২মেবা র্যাম। ৭ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবে ২জি/৩জি এক্সটার্নাল মডেম ব্যবহার করা যাবে। মোবাইল সীম সাপোর্ট করে না। পারফরমেনস কেমন জানা নেই, পরিচিত কেউ ব্যবহারও করে নাই। আমার জানা মতে এটিই এখন পর্যন্ত কম দামী ট্যাব। আাগামিতে কি হয় কে জানে...
http://www.tabletbd.com/maxpro-tablet-pc.html
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
মদন বলেছেন: বই পড়তে ৭" ডিসপ্লে খুব আরামের না, না হলে এইটা কেনার পরামর্শ দিতাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
মদন বলেছেন: আমার প্যাড পাবেন মাত্র ৬২০০ টাকাতে Click This Link
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইল ছিম ছাপোর্ট না করলে তো সমস্যা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
মদন বলেছেন: আমাদের দেশে মোবাইল সিম সাপোর্ট ছাড়া ট্যাবলেটে আসলেই সমস্যা। নেট ইউজ ছাড়া ট্যাবলেট ব্যবহারের মজা কোথায়????
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
একজন সুফল বলেছেন: সবচেয়ে কমদামী ৩জি এনাবলড স্মার্টফোন কোনটি বাংলাদেশে ? ফ্রন্ট ক্যামেরা যুক্ত ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
মদন বলেছেন: স্মার্টফোনের তথ্য পাবেন এখানে http://www.smartphone-info.com/
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
শূন্য পথিক বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মদন বলেছেন:
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
বিডি আইডল বলেছেন: এই ট্যাব যে কোন সময়েই প্যাদ দিয়ে অক্কা তুলতে পারে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
মদন বলেছেন: একই কাজ তো আপনিও করতে পারেন
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত কম দামে ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
মদন বলেছেন: এর থেকেও কম দামে আছে Click This Link
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
রামিজের ডিপফ্রিজ বলেছেন: আমার জানামতে আকাশ ট্যাব এর চেয়ে কম দামী (সরকারি ভরতুকি না ধরেও )। কার্বনের একটা ট্যাবও ছ হাজার টাকায় পাওয়া যায়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
মদন বলেছেন: তাই নাকি??? লিংকা থাকলে দিয়েন প্লীজ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
মদন বলেছেন: এইটা???? Click This Link
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
প্রতিবাদকন্ঠ বলেছেন: এত কম দাম?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মদন বলেছেন: আরো কম দামে আইতেছে
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
তানজীল ইসলাম বলেছেন: এক ঠেলা ধইন্যাপাতা, ভর্তা বানানোর জন্য
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
মদন বলেছেন: ধইনা পাতার চাটনি দিয়া কালাইয়ের রুটি খাইতে বড়ই মজা
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
নিকোটিন বলেছেন: শুধু বই পড়ার জন্য সবচেয়ে ভালো হবে কোনটা? (সবচেয়ে কম দামের মধ্যে)