![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ স্কয়ারে মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়; এরপর ধারাবাহিকভাবে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে সমস্বরে স্লোগান দেয়া হয় ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’।
এরপর জাতীয় সংগীত ও একুশের গান দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নতুন বার্তা/নিমা/মোআ
আশা করা যায় এবার হুজুর রা শান্ত হবে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মদন বলেছেন: অবশ্যই।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মোঃ রফিকুল ইসলাম বলেছেন: একেই বলে ধর্মের নামে রাজনীতি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মদন বলেছেন: এতোদিন পরে হুজুরদের হুমকিতে এই পরিবর্তন নাকি কোন কৌশল?
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
বোকামন বলেছেন: হূম......
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
শৃংখল বলেছেন: হুম ঠ্যালার নাম বাবাজি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মদন বলেছেন: তাই কি?
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রহমান মাহমুদুর বলেছেন: শাহবাগে থলে বিড়াল বেরহলো
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মদন বলেছেন: কেনো?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ওমেগা পয়েন্ট বলেছেন: এরপর ধারাবাহিকভাবে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়
কিছু বাদ পড়ছে।
১. অরজিন অব স্পিসিস (ডারউইন)
২. দাস ক্যাপিটাল (কার্ল মার্কস)
৩. থাবা বাবার ব্লগপোষ্ট
নাস্তিক ভাই বেরাদরদের জন্য
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সোনালীমাঠ বলেছেন: খারাপ কিছু করসে কি ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মদন বলেছেন: মোটেও না।
তবে যে কাজটি শুরু থেকেই করার দরকার ছিলো, হুজুরদের হুমকির পরে করা বিষয়টিকে হাস্যকর করেছে। না করলে একেবারেই না করতো। শুধু শুধুই অন্যের হাতে গেম তুলে দেবার মানে হয় না।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
বোকামন বলেছেন: তাইতো .... খারাপ কিছুতো করে নাই, ভালোই তো হয়েছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মদন বলেছেন: আমিও তাই বলি।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রহমান মাহমুদুর বলেছেন: নাস্তিকদের সঙ্গে কোন সম্পর্ক নয়
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মদন বলেছেন: ঠিক।
বিশেষ করে যারা নাস্তিকতার আড়ালে ধর্মবিদ্বেষী, তাদের জন্য সামান্যতমও সহানূভুতি র্নয়।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তামীম বলছি বলেছেন: Great.
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’। - একমত।
এই দেশের মানুষ সর্বদাই ধর্মীয় সহনশীল ছিল, আছে, থাকবে।
ধর্মবিদ্বেষি এবং ধর্মিয় বেশধারী ভন্ডদের (জশি) জন্য এই দেশে কোন জায়গা নাই।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ওমেগা পয়েন্ট বলেছেন: @ তামীম বলছি, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথাটা ইসলামের সাথে সামন্জস্য পূর্ণ না। ইসলামের একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় রূপ আছে।
এই রূপ সবার পছন্দ নাও হতে পারে। কিন্তু এটাকেতো অস্বীকার করার কোন উপায় নেই। যেমন বামদেরও একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় নীতিমালা আছে, সবাইকে তার সাথে একমত হবে এমন কোন কথা নেই। কিন্তু তাদের নীতমালা নেই এই কথা বলার কোন সুযোগ নেই।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এস এইচ খান বলেছেন: আশা করা যায় এবার হুজুররা শান্ত হবে
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
ইমদাদুল হোসেন বলেছেন: ধর্ম নিয়ে রাজনীতি দেখি এরাও শুরু করলো। সাথে থাবা বাবার ব্লক সমগ্র পড়তে পারতো নাস্তিক গুলার জন্য।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
মদন বলেছেন: হুজুরদের ধামকির পরপরই এই কাজ হুজুরদের কাছে একটিই মেসেজ দিলো, তোমাদের ভয়ে আমরা এখন ধার্মিক সাজছি।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
বিডি আমিনুর বলেছেন: ভালো কাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মদন বলেছেন: বিপদে পড়ে
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: আশা করা যায় এবার হুজুর রা শান্ত হবে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
মদন বলেছেন: তা হবে
কিন্ত আজকে মিছিল শেষে সমাবেশে বলবে, দেখো আমাদের এক হুমকিতে শাহবাগ থেকে ভাগছে. আরেক হুমকি দিলে দেশ থেকে ভাগবে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
স্বপ্নের মানুষ বলেছেন: হুম
আশা করি এইখানে লিখবেন
চ্যাট,ব্লগ,ফোরাম