![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমবার বিকেল ৩টার মধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের জন্য সরকারকে সময় বেঁধে দিল গণজাগরণ মঞ্চ।
রোববার রাত সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চ থেকে এক ঘোষণায় মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার এ আল্টিমেটাম বেঁধে দেন।
তিনি বলেন, ‘শুক্রবার সারা দেশে জামায়াত-শিবির সারা দেশে যে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে তার উস্কানিদাতা হিসেবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দায়ী বলে আমরা বিশ্বাস করি। তাই সেদিন তাকে গ্রেফতারের জন্য সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সরকার এই সন্ত্রাসীদের মদদদাতা নামধারী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে পারেনি। তাই আমরা ক্ষুব্ধ ও হতাশ।’
Click This Link
সবার দেখি সাহারা খাতুনের মতো সময় জ্ঞান।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
রামন বলেছেন:
এই সরকার দেখি মায়ের কোল আর ঝিয়ের কোল উভয় কোলে থাকতে চায়!!!
সাম্প্রদায়িক অপশক্তির মদদদাতাকে সত্বর গ্রেফতার করা হোক এবং একই সাথে তার নাগরিকত্ব বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
মাহির কাবির বলেছেন: mahmudur rahman k salute.
boss you are great
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
শাহ্রিয়ার খান বলেছেন: সারা দেশকে নরক বানাতে একটা মাহমুদুরররররর যথেষ্ট।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: গ্রেফতার না করলে কি কোন প্রতীবাদের কর্মসূচী দেওয়া হবে নাকি ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
মদন বলেছেন: আবার জিগায়...
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
িমরর বলেছেন: মনে হচ্ছে সা কোন কাম হবে...
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
rainbristi বলেছেন: এই সব বাদ দিয়ে জামাত শিবির কে নিষিদ্ধ করার আল্টিমেটাম দেন, ফাঁসি ফাঁসি দাবিতে থাকেন। যে আমারদেশ কেঊ কিনত না সেটা এখন ১২ টাকা আর দেখেন ওয়েব কি পরিমান হিট। আপনারাই তাকে হিরু করে দিচ্ছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মদন বলেছেন: দ্বিতীয় আল্টিমেটাম ও শেষ হলো।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
আকাশ৮৬ বলেছেন: অপরাধ করিলে বিচার নাই , দেখায় দিলে দোষ..আরে বেটা যেভাবে মানুষ কমা শুরু কইদিন পর মুসলমান দের পালস না বুজ্তে পারলে খবর আছে ..
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮
মিশনারী বলেছেন: রাজাকার মাহমুদুর রহমানকে শহীদ রাজীবের সাথে তাকে ও কবর দেওয়া হউক । আর চাপাতিলীগকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মুসলমানদের (হুজুরদের) মারার অনুমতি দেওয়া হউক ।
জনতার দাবি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
মদন বলেছেন: জনতার(মিশনারী) দাবি
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
পথহারা সৈকত বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: গ্রেফতার না করলে কি কোন প্রতীবাদের কর্মসূচী দেওয়া হবে নাকি ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
মদন বলেছেন: সেটা জানতে আমাদের আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
তাসজিদ বলেছেন: এই চোর সব নস্তের মূল।
সরকার কি AI এর ভয়ে একে গ্রেফতার করছে না। ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
তিক্তভাষী বলেছেন: উত্তেজনা প্রশমনে কৌতুক খুব কাজে লাগে। একটা দিলাম।
হাফাতে হাফাতে থানায় ঢুকলো এক ছেলে।
- ওসি সাহেব, জলদি আসেন। একলোক আমার বাবাকে পেটাচ্ছে।
- কী বলছো? কতক্ষণ যাবৎ এই মারামারি?
- আধঘন্টা।
- সেকী? তাহলে আরো আগে আমাদের জানালে না কেন?
- বারে! এতক্ষণ বাবা জিতছিলো যে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
মদন বলেছেন: অবশ্যই মজা পেলাম
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
আমিনুর রহমান বলেছেন: গ্রেফতার না করলে প্রতিবাদটি কি হবে ????
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মদন বলেছেন: মিরপুর থেকে কি নতুন কোনো ঘোষনা এসেছে?
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
***হাফিজ*** বলেছেন: সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করবে কিনা তা িনয়ে আমার সন্দেহ আছে ??
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
মদন বলেছেন: আর ১ ঘন্টা গেলেই বোঝা যাবে।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মিশনারী বলেছেন: মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে সরকারের হাটু কাঁপছে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মদন বলেছেন: দুইবার আল্টামেটাম দেবার পরেও যখন গ্রেফতার হলো না তখন ব্যপারটা কেমন হয়ে গেলো না?
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
জাতি জানতে চায় বলেছেন: গনজাগরন মঞ্চ কি কোন রাজনৈতিক গোষ্ঠী বিশেষের যে তারা শুধু জামাত-শিবিরের সহিংস কর্মকান্ড দেখতে পায়, এর পাশাপাশি আর কোন সহিংস কান্ড কি এদের চোখে পড়ে না?! এদের বক্তব্যের সাথে সাহারা খাতুনের অনেক মিল। মাহমুদুর রহমানের বিরুদ্ধে এদের আক্রোশ বাড়াবাড়ি রকমের। মাহমুদুর রহমানকে যখন সরকার অনৈতিকভাবে দীর্ঘ দিন কারাবন্দী করে রেখেছিলো তখন এদের বিবেক কোথায় বাঁধা ছিলো?!
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
উড়োজাহাজ বলেছেন: সবার দেখি সাহারা খাতুনের মতো সময় জ্ঞান।