![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
শাহবাগকে কেন্দ্র করে সরকারের আন্তরিক সাহায্য, রাজীব এর মৃত্যুতে সাথে সাথে রাজিবের বাসায় প্রধানমন্ত্রীর গমন ও তাকে শহীদ ঘোষনা, ব্লগারদের নিরাপত্তায় ১৯জন গানম্যান নিয়োগ। নিজের দল ওলামালীগ দিয়ে একবার মঞ্চের জন্য দোয়া করা, আবার নাস্তিক ব্লগারদের ফাসি দাবী, চট্টগ্রামে জাগরনমঞ্চের মহাসমাবেশ হতে না দেয়া এবং সর্বশেষ জাগরন মঞ্চের সাথে জড়িত ৪ ব্লগারের ব্লগ নিষিদ্ধ করা।
সরকারের প্রয়োজন ফুরিয়েছে?
সিদ্ধান্ত নিতে পারছে না?
বড় রাজনৈতিক চাল দিচ্ছে?
ফলাফল দেখতে সময়ের উপর ছেড়ে দেয়া ছাড়া আর করার কিছু নেই।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
মদন বলেছেন: হুমম
২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সরকারের প্রয়োজন ফুরিয়েছে?
সরকারের প্রয়োজন ছিল নির্বাচন পর্যন্ত, কিন্তু শাহবাগ'কে ঘিরে সরকারের কুট-কৌশল জনগনের কাছে স্পষ্ট হয়ে গেছে। শাহবাগের বর্তমান যা সাইজ তা সরকারের কোন কাজে আসবে না। কবীর সুমন শুরুতে একটা গান লিখেছিলেন, এখন হয়ত তিনি তার আরেকটি গান উৎস্বর্গ করবেন
" আসলে শাহবাগের আসল সাইজ দশ ফিট বাই দশ ফিট"।
সিদ্ধান্ত নিতে পারছে না?
হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারছে না, কুড়িয়ে পাওয়া ১৪ আনা যাচাই-বাছাই না করে গপ করে গিলতে গিয়ে এখন হজম করতে কষ্ট হচ্ছে। ৬ ই এপ্রিল ওলামা মাশায়েখদের পদযাত্রা'কে ভয় পেয়েছে নৈতিক কারনেই, সে জন্যই ৪ ব্লগারের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। ৯৬ এর তসবিহ-হিজাবের ফযিলত হাসিনা কখনই ভুলতে পারে না।
বড় রাজনৈতিক চাল দিচ্ছে?
শাহবাগ'কে নিয়ে আর কোন চালবাজী করতে পারবে বলে মনে হয় না।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
মদন বলেছেন: দু:খজনক
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
প্রািন্ত বলেছেন: শাহবাগী আন্দোলন আর তেমন আলোড়ন তুলতে পারছেনা। কারণ দালাল মিডিয়া, দালাল বুদ্ধিজীবি ও আওয়ামীলীগের তল্পীবাহকেরা যতই আষ্ফালন করুক না কেন, জনগণের সামনে তা পরিস্কার হতে শুরু করেছ। কারা ঐ শাহাবাগী আন্দোলনের মূলহোতা, কারা তাদের পৃষ্ঠপোষক, কারা তাদের খাদ্যের যোগানদাতা আজ সব পরিস্কার। এমনকি শাহাবাগীদের অতীত ইতিহাসও দেশবাসীর কাছে পরিস্কার। আমি নিজেও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু এটাকে পূঁজি করে কেউ দালালী করুক এটা মোটেই কাম্য নয়। সর্বক্ষেত্রে সীমাহীন ব্যর্থ এই আওয়ামীলীগ সরকারের উলঙ্গ পশ্চাৎদেশ এই আন্দোলনের মাধ্যমে আড়াল করার একটা অপচেষ্টা মাত্র। যদি বিবেক থাকে, যদি র্নিলজ্জ না হয়ে থাকেন তাহলে ইমরান এইচ চৌধুরী এই থেকে সরে দাঁড়াবেন আশা করি।