নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

শহীদ রুমি স্কোয়াড। অতীত বর্তমান ও ভবিষ্যত

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

স্রোতের বিপরিতে মন্তব্য করাও বিপদ-



অনেকে বলছে শহীদ রুমি স্কোয়াডের কেউ মারা গেলে দেশে কি হবে শেখ হাসিনার কোনো ধারনা নেই। আমি বলি একজন কেন, অনশনের পুরো টীম ধরে মারা গেলেও বাংলাদেশের রাজনীতিতে সামান্যতম ইফেক্টও পড়বে না। এদেশে হাজার কোটি টাকা তছরূপকারী তস্কর তানভীরের পক্ষে কথা বলার জন্য অর্থমন্ত্রী আছে কিন্তু গার্মেন্টেসে আগুন লেগে ১০০জন মারা গেলেও কারো মাথা ব্যথা নেই।



গনজাগরনের শুরুতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলো, আওয়ামীলীগ এর থেকে ফায়দা লুটার চেষ্টা শুরু থেকেই করে শেষ পর্যন্ত সফল হয়েছে। অন্যদলও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে এখন সরাসরি প্রকাশ্যে বিরোধিতায় লিপ্ত হয়েছে।





বিশ্বজিতকে প্রকাশ্যে কুপিয়ে মারার পরেও ছাত্রলীগের ছেলেদের বাচানোর জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আপ্রান চেষ্টা করে গেছেন। কিন্তু রাজিব মারা যাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে শহীদ হিসেবে ঘোষনা দিয়েছেন। পরবর্তীতে রাজীবের নাস্তিক ইস্যু প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফেলে দেয়।



বর্তমান সময় নাস্তিক এবং শাহবাগ ইস্যু নিয়ে সরকার কিছুটা বেকায়দাতেই আছে। প্রথম দিকে ড. ইমরানের ২/১টি আল্টিমেটাম বিদ্যুতের মতো মেনে নেয়া হলেও পরেরগুলোতে গা ছাড়া ভাব দেখা গেছে। অর্থাত শাহবাগ থেকে সরকারের প্রাথমিক মধু খাওয়া শেষ, লাগলে পরে আবার দেখা যাবে।



স্মরনশক্তি বিট্রে না করলে জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মুল কমিটি তে শেখ হাসিনার প্রথম দিকে সমর্থন থাকলেও দূর্জনে বলে জাহানারা ইমামের নেতৃত্ব এবং জনপ্রিয়তা হাসিনার পছন্দ হয়নি বিধায় সে আন্দোলন নষ্ট করে দেয়া হয়। সেই জাহানারা ইমামের সন্তানের নামে স্কোয়াড হয়েছে সেই স্কোয়াডের ছেলেরা অনশন করছে তা নিয়ে খুব মাথা ব্যথা শেখ হাসিনার আছে বলে আমার মনে হয় না। মুখ রক্ষায়ও যদি কিছু বলে থাকে সেটিও অবাককর বিষয়ই হবে।



শেখ হাসিনা সংসদে থাকলেও তার মন পড়েছিলো শাহবাগের জাগরন মঞ্চে, সেটি মাস খানেক আগের কথা। সেই একই শাহবাগে কিছু ছেলে জীবনবাজি রেখে লড়াই করে যাচ্ছে মৃত্যুর সাথে। শেখ হাসিনার মন এখন কোথায় পড়ে আছে জানতে ইচ্ছে করছে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

দিশার বলেছেন: ভাই তালেবুল আলেম এর সংখা বেশি, এরা ক খ গ ঘ না পারলে ও ভোট দিয়ে আসে হুজুর এর কথা শুনে, তাই যত দিন এদের ভোট বেশি মুক্ত মনা দের চেয়ে তত দিন এদের কদর ও বেশি। পোলাপান না খেয়ে মরুক আর গুলি খেয়ে মরুক নেতাদের কিসু যায় আসে না . ওরা গোনে শুধু ভোট আর টাকা .

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

মদন বলেছেন: :(

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

নষ্ট শয়তান বলেছেন: এইগুলা আপনি কি লিখচেন আর একটু পর ই বকনা বাচুর গুলা আইসা আপনাকে বল্বে ছাগু। যদিও একন এগুলার অত্যচার অনেক কইমা গেছে। লাইনে আইতে আচে। আইতেই অইবো। খারাপ লাগতাচে রুমি স্কোয়াডের পোলাগুলার লইজ্ঞা। অরা বুজে নাই অগো মতো ১০০০০০০ পোলা মইরা গেলেও হাসিনার কিচু আয় যায় না।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

মদন বলেছেন: সংসদে তত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামীলীগের লাগছে কয়েক মিনিট, আর জামায়াত নিষিদ্ধ করতে বিএনপির সাহায্য চায়। হাস্যকর। সবচেয়ে ভালো হইতো জামায়াত নিষিদ্ধর জন্য জামায়াতের কাছে অনুমতি চাইলে ...

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আমি মোঃ চয়ন বলেছেন: ইহার নাম আম্লীগ !! যাদের কাছে ১৭ টা লাশতো দূর ৫০-১০০টা লাশও কোন চিন্তা বিষয় না।:|

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

মদন বলেছেন: কিন্তু ঘটনা চিন্তার বিষয় /:)

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: উনিতো ছাগু ডাকার মত কিছু বলেন নি @নষ্ট শয়তান।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

মদন বলেছেন: ট্যাগিং একটি মানসিক রোগ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

বিডি আইডল বলেছেন: এই পোষ্টে আমার মন্তব্য মুছে আমাকে আবারও ওয়াচে নেয়া হয়েছে। নিম্নচাপের সাথে সরকারী চাপও কি জিনিষ সেটা সবার দেখে শেখা উচিৎ :)

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

মদন বলেছেন: এই জন্যই বলি, রয়ে সয়ে :)

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সংসদে তত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামীলীগের লাগছে কয়েক মিনিট, আর জামায়াত নিষিদ্ধ করতে বিএনপির সাহায্য চায়। হাস্যকর। সবচেয়ে ভালো হইতো জামায়াত নিষিদ্ধর জন্য জামায়াতের কাছে অনুমতি চাইলে .. =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

মদন বলেছেন: মজা পাইলেন মনে হয়??? ;)

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

তাল পাংখা বলেছেন: কে বলে রাজনীতির খেলা জটিল? রাজনীতির খেলা বড়ই নির্লজ্জ ...

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

মদন বলেছেন: জটিল এবং নির্লজ্ব

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

আমরা তোমাদের ভুলব না বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সংসদে তত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামীলীগের লাগছে কয়েক মিনিট, আর জামায়াত নিষিদ্ধ করতে বিএনপির সাহায্য চায়। হাস্যকর। সবচেয়ে ভালো হইতো জামায়াত নিষিদ্ধর জন্য জামায়াতের কাছে অনুমতি চাইলে .. =p~ =p~ =p~ =p~ =p~ =p

পিলাস লন

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মদন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.