![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি সুস্পষ্ট সরকারের এ বিষয় নিয়ে মাথা ব্যাথ্যা নেই। নিজেদের স্বার্থে মিডিয়াও ভূমিকা নিচ্ছে না। কিছু তরুন ছেলেদের আবেগকে শ্রদ্ধা রেখে কাউকেই এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। তাই সবার প্রতি বিশেষ অনুরোধ অঘটন ঘটার পরে আফসোস না করে এখুনি ভুমিকা নিন। দায়ীত্বশীল কেউ গিয়ে তাদের অনশন ভাংগান।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মদন বলেছেন: তাই তো মনে হচ্ছে
২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
নষ্ট ছেলে বলেছেন: মাইরা গেলে বড় জোর দুই-তিন দিন মিডিয়া গরম থাকব তারপর ঠান্ডা! সরকারী দল ও বিরোধী দল কারও ভোটের হিসাব-নিকাশে কোন হেরফের হবে না। সো কেউ এই দিকে মনোযোগ দিবে না!
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
মদন বলেছেন: মিডিয়া এক সেকেন্ড এর জন্যও গরম হবে না। মিডিয়া নিজেই এখন দৌড়ের উপর আছে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শুরুতেই বলেছিলাম আমাদের সমাজ/সরকার অনশন'এর মতো আন্দোলনকে গুরুত্ব দেওয়ার মত সভ্য এখনও হয়নি।
আর তরুনরা শাসকের দৃষ্টি আকর্ষন করার জন্য অথবা দয়াপরবসতার জন্য আন্দোলন করবে এটা্ তারুন্নের উচ্ছাসের সাথে যায় না বলেই আমি মনে করি।
তারুন্যের আন্দোলন হবে দুর্বার, শাসককে নত হতে বাধ্য করার জন্য, নিজেকে ক্ষয় করে দয়া শাসককে দয়াপরবশ হওয়ার জন্য নয়।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
মদন বলেছেন: প্রধানমন্ত্রীর প্রতি চিঠিতে তাদের দাবী নয় যেন করুনার দাবী প্রকাশ পেয়েছে।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
জনি_ইংলিশ বলেছেন: অনশন করে যদি লাভ নাহয়ে থাকে, তবে আমাকে কেউ একটা থ্রি নট থ্রি রাইফেল দাও।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
মদন বলেছেন: আরেকজন বন্দুক এনে দিবে তারপর আপনি যুদ্ধে যাবেন?
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
জানতে চায় বলেছেন: আমার মনে হয় ,
ব্লগের কেউ রুমি স্কোয়াডের অনশন ভাংগানো উচিত হবে না ,
তাহলে আন্দোলন নিয়ে ভিন্ন ভাবে প্রচারনা শুরু হবে .
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
মদন বলেছেন: প্রচার/অপপ্রচার বেশি জরুরী নাকি কিছু প্রান বাচানো বেশি জরুরী?
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
পক্ষপাতদুষ্ট বলেছেন: এতবড় গণ-জাগরণের পর অনশন টাইপের কর্মসূচি আবার সেটা মাত্র ২০-২২ জনের> খুবই হতাশা জনক। এটা বরং গণ-জাগরণ কে আরো নোতিয়ে দিয়েছে।
সরকার এটাকে এড়িয়ে যাওয়া মানে মেসেজ পরিস্কার সরকার জামাত কে নিষিদ্ধ করবেই না।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
মদন বলেছেন: এটি কোনো নতুন বিষয়? সরকারের দরকার ভোট/ক্ষমতা। জামায়াত কে নিষিদ্ধ করলে তা সামাল দেবার মতো ক্ষমতা এই মুহুর্তে সরকারের নেই, কাজেই সরকার আপাতত এ বিষয় নিয়ে মাথা ঘামাবেনা।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
আমরা তোমাদের ভুলব না বলেছেন: পক্ষপাতদুষ্ট বলেছেন: এতবড় গণ-জাগরণের পর অনশন টাইপের কর্মসূচি আবার সেটা মাত্র ২০-২২ জনের> খুবই হতাশা জনক। এটা বরং গণ-জাগরণ কে আরো নোতিয়ে দিয়েছে।
সরকার এটাকে এড়িয়ে যাওয়া মানে মেসেজ পরিস্কার সরকার জামাত কে নিষিদ্ধ করবেই না।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মদন বলেছেন: সরকারের এই মেসেজ আজকের নতুন????? এতো শুরু থেকেই। আফসোস এই যে তরুন প্রজন্ম বাংলাদেশের রাজনীতির কালোদিক গুলো এখনও বুঝে উঠে নাই।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
ঘুমন্ত আমি বলেছেন: সামুর নয় বরং দেশের দায়ীত্বশীল কারও যেয়ে অনশন বাংঙ্গানো উচিত্ ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
মদন বলেছেন: এই মুহুর্তে শাহবাগ নিয়ে কেউ ভাবছে না, কাজেই কেউ নিজে যেচে যাবে এটি আশা করা ভুল। গেলেই বরং অবাককর বিষয় হবে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতাশা আকাশ স্পর্ষ করছে ! সবাই হিপোক্রেট!