নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

রুমী স্কোয়াড, অনশন, আপডেট ৮

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

আপডেট ৮

পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকারের সঙ্গে কথা বলার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে শহীদ রুমী স্কোয়াড এর সমন্বয়ক নিলয়। তবে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট কোন আশ্বাস না পেলে পুনরায় অনশনে বসার কথা বলেছেন।



মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকার বলেন, সরকার জামাত-শিবির কে নিষিদ্ধ করার প্রক্রিয়া আছেন যদি জামাত নিষিদ্ধ না হয় উনি নিজে অনশনে বসবেন। এমনকি উনি মন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত ও দিয়েছেন।



সংবিধান থেকে "আল্লাহর ওপর পূর্ণ আস্থা" বাদ দিতে আওয়ামীলীগের সময় লেগেছে কয়েক মিনিট। জামায়াত বাদ দিতে তাদের হাটু কাপাকাপি করে কেনো?



আপনারা মনে কষ্ট নিয়েন না। আগামিতে অনশনে বসার আগে আবেগের সাথে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিয়ে অনশনে বসেন। আপনার আবেগ সম্মানিত হবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ফ্লপড ছবি , বাজার পাইলো না । বাংগালীর আবেগ নিয়া খেললে এরকমই হয় । ঘুরে ফিরে এরা ইমরানের বাই প্রোডাক্ট ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

আমিনুর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকার কথা দিয়েছেন। তার এতটুকু শ্রদ্ধা পাওয়াতো অবশ্যই আছে তা সে যে দলই করুক না কেন। আমরা বিশ্বাস রাখি। ইনশাআল্লাহ্‌ জামাত নিষিদ্ধ হবেই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

মদন বলেছেন: আপনাদের বিশ্বাসের মাত্রা দেখে দু:খ পাওয়া ছাড়া আর কিছু করার নেই :(

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই এরকম করে আর কতদিন? :(

কোন মুলায় বিভ্রন্ত হতে চাই না
জামাত-শিবিরকে নিষিদ্ধ দেখতে চাই...

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

মদন বলেছেন: আপাতত নিষিদ্ধের সম্ভবনা নেই। এবারে না হলে আগামিতে জামাতের গায়ে হাত দেয়া তো দূরের কথা ফুলের টোকা দিতে গেলেও তারা সব তছনছ করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.