![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরশাদ বিরোধী আন্দোলনের সময় চলো চলো ঢাকা চলো স্লোগানে ঢাকা অবরোধ করে এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়।
এরপর বিএনপি এর পর আওয়ামীলিগ পরে বিএনপি চলছেই।
প্রতিবারই সরকার পতনের আন্দোলন চলেছে।
শেখ হাসিনা হরতালের বিপক্ষে বলেছে সবচেয়ে বেশি, আবার বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগই সব চেয়ে বেশি হরতাল করেছে।
জ্বালাওপোড়াওতো প্রতিবারই হচ্ছে। প্রতিবার একটু একটু করে বাড়ছে।
একমহুহর্তও সরকারকে শান্তিতে থাকতে দিবো না বলেছে হাসিনা আর সরকারকে লুলা করে দিবো বলেছে খালেদা। আমরা যারা চামুচ আছি, তাদের কথা বেদবাক্য হিসেবে মেনে হ্যা হ্যা করে গেছি।
যেহেতু বাংলাদেশের রাজনীতিই এমন, এমন চলবেই, আমরা বললেও চলবে, না বললেও চলবে।
©somewhere in net ltd.