![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লংমার্চ সফল করার জন্য সরকারের সহযোগিতা চেয়ে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘আমাদের কাজে বাধা দেবেন না। যদি বাধা না দেন, তাহলে আমরা বলতে পারব, মুসলমানের পক্ষে মুসলমান সরকার সহযোগিতা করেছে। যদি বাধা দেন, তাহলে আর আমরা মুসলমান সরকার বলতে পারব না, বলব নাস্তিক সরকার।’
সম্মেলনে বক্তারা ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
Click This Link
সরকার ড. ইমরানকে গ্রেফতার করতে পারে হেফাজতে ইসলামকে ঠান্ডা করার জন্য।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
মদন বলেছেন: শুধু কাটা না মহাকাটা। সরকার চিন্তাও করতে পারে নাই শাহবাগ ইস্যু তাদের এতো ভোগাবে।
বাংলাদেশের রাজনীতির কূটচাল মাত্রাছাড়া কূটিল
২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কত নাটক দেখার বাকি
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
মদন বলেছেন: আগামি একবছর নাটকের পরে নাটক চলবে, পুরাই ইন্ডিয়ান সিরিয়াল
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: হেফাজতে ইসলাম কে প্রশ্ন
লং মার্চ
বাংলাদেশের একটি স্বাধীন বিপ্লবী মুক্ত আওয়াজ ।
জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি সহ সাম্রাজ্য বাদি ইঙ্গ মার্কিন লুটতরাজের বিরুদ্ধে একটি মহতি দেশ রক্ষার আন্দোলন ।
আপনারা নামটি ব্যবহার করে আন্দোলনে নামছেন ।
আমাদের সাংঘটনিক নীতিনির্ধারকদের অনুমতি নিয়েছেন কিনা ?
যদি অনুমতি থাকে তাহলে আমাদের নীতি লঙ্গন করে
কোন অন্যায় আচরনের মাধ্যমে লং মার্চ সংঘটন কে হেও করার
অধিকার আপনাদের নাই ।
কারন লং মার্চ বাঙ্গালির ১৭ কোটি মানুষের মুক্তির শপথ ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
আহমেদ রিজভী বলেছেন: গর্ধবটা এখন নিশ্চত বলীর পাঠা হতে যাচ্ছে । ওর মাথায় যে ঘিলু বলতে আসলেই কিছু নাই তা ওর বাচনভঙ্গী দেখেই বুঝা যায় ।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
মদন বলেছেন: দু:খজনক
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
শিপু ভাই বলেছেন:
ইমরান সরকারকে গ্রেফতার করার কোন কারন নাই।
হেফাজতে ইসলামের ফোকাস শুধু ইসলাম নিদ্বেষিদের প্রতি থাকলেই কোন সমস্যা নাই। অন্য কোন উদ্দেশ্য থাকলে পাবলিক খাইবো না।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
মদন বলেছেন: পাবলিক কি খাবে আমার আপনার থেকে রাজনীতিকরা অনেক ভালো জানে। ওরা বিষকে মধূ বলে আপনাকে খাইয়ে দিবে, আমরা মনের সুখে খেয়ে ফেলবো।
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, বেচারা ইমরান !!!
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
বিডি আইডল বলেছেন: "শাহবাগের গুড় খাওয়া শেষ...এখন চলছে ভোটের হিসাব। ডটু রাসেল, শয়তান আর সুব্রত গ্রেফতার; ব্লগ বন্ধ; ব্লগারদের লিস্টি, গণজাগরণ মন্চ ভেঙ্গে দেয়া ইত্যাদি সে সবেরই ফলাফল। বেচারা নাস্তিক ব্লগাররা শাহবাগ আন্দোলনের সাথে থাক বা না থাক, এই চিপায় পইড়া গেছে।"
ফ্রম ফেবু https://www.facebook.com/bdidolx
৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
আমরা তোমাদের ভুলব না বলেছেন:
:-&
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
শোয়েব হাসান বলেছেন: বেচারা
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
দিদিমা বলেছেন: রুমীরা কোথায় গেল?
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: পাপ কোনদিন বাপকে ছাড়েনা।
১২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
পিওর গাধা বলেছেন: শেষপর্যন্ত অনেকের ধারনা সত্য হতে যাচ্ছে।
আওয়ামীলিগ যে কি ধরনের চিজ.......... ।।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
বিডি আমিনুর বলেছেন: নাটক! নাটক!! নাটক!!!
এ নাটকের শেষ কোথায় !
শুধু ইমরান নয় অনেকেই হবে সকারের বলির পাঠা
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
মদন বলেছেন: কাহানী ঘর ঘর কি. হাজার পর্বের সিরিয়াল
১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
রওনক বলেছেন: লংমার্চ বন্ধ কর।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
মদন বলেছেন: কিসের লং মার্চ?
১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
আরাফাত মুন্না* বলেছেন: বেচারা.......।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
মদন বলেছেন: বেচারা
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
তোমোদাচি বলেছেন: এতদিন সরকার তাকে দিয়ে উদ্দেশ্য হাসিল করেছে এখন সে হয়ে পড়েছে সরকারের গলার কাটা!