নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

১৮+ বিবাহিত আপুরা এদিকে আসেন

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

১৮+ বিবাহিত আপুদের যে সকল শ্রদ্ধেয় ভাইজানেরা বিবাহ করিয়াছেন তারাও আসতে পারেন।



বাচ্চালোক দূরে থাকো। এখানে তুমাদের কোনো কাজ নাই



যারা নতুন বিবাহ করিয়াছেন, অথবা বিবাহিত জীবন অতিবাহিত করিতেছেন। জীবনের এই কালচক্রে চাহিদার শেষ নাই। (বাচ্চালোক দূরে থাকো, এইসব চাহিদার মধ্যে নাকি গলিও না।) সংসার জীবন শুরুর পরে প্রতিদিন দিন নতুন নতুন চাহিদা তৈরী হতে থাকে। প্রযুক্তির যুগে প্রযুক্তিগত পন্য সংসারে অনেক স্বাচ্ছন্দ্য এনে দেয়। আবার বর্তমান সময়ে কাজের লোকের অভাব যেমন রয়েছে তেমনি রয়েছে মানুষের সময়ের অভাব। তাই সংসারে কিছু যান্ত্রিক সুবিধা নিতেই হয়। ফ্রীজ-টেলিভিশন ইত্যাদির পাশাপাশি ওভেন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে রুটি বানানো মেশিন, ব্লেন্ডার ইত্যাদি পন্য সংসারে অপরিহার্য্য হয়ে পড়েছে। এসকল পন্য কিনতে গেলেও অনেক ঝক্কি। কোন ব্রান্ড ভালো, দাম কত, কোথায় পাওয়া যায়, মান কেমন। অনেক প্রশ্নই এসে যায়। আবার অনেক সময়ে কিছুটা মানের সাথে আপোষ করে সহনীয় দামে কিনতে হয়, আবার অনেক সময় অল্প কিছু টাকা বাড়িয়ে মানসম্মত প্রোডাক্টও পাওয়া যায়। জীবনের এই জটিল গোলক ধাধার সমাধানে আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টাটি সমস্ত ব্রান্ডের সকল পন্যকে একই ছাদের নীচে নিয়ে আসা। যেখানে স্যামস্যাং বা এলজি ব্রান্ডের পন্য যেমন রয়েছে, তেমনি সেবেক কিংবা কনকা ব্রান্ডের পন্যও রয়েছে। যে যার সাধ্য মতো পন্যের বর্ননা ও দাম দেখে নিতে পারে। প্রতিটি পন্যের সাথেই রয়েছে সেই পন্য আপনার এলাকায় কোথায় পাওয়া যাবে তার ঠিকানা। সাথে রয়েছে ব্যবহারকারীদের মতামতের সুবিধা, যা অন্য নতুন ক্রেতাকে কিনায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।



ঢু মেরে আসুন http://www.familyneeds.net/



[বি:দ্র: সাইটটি এখনও নতুন অবস্থায়, তাই অনেক কিছুই অসম্পূর্ন, খুব অল্প সময়েই আশা করি গুছিয়ে উঠতে পারবো। সুপরামর্শ কাম্য]



লুল সম্রাটদের জন্য পরামর্শ: যারা পোষ্ট পড়ে হতাশ হইয়াছো তাহারা সৎ পাত্রী দেখে বিবাহ করো বাছারা। যারা ইতমধ্যেই এইকর্মটি শেষ করিয়াছো, তারা বউএর প্রতি সৎ থাকো। ;)



মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

মদন বলেছেন: সবার সচেতন হওয়া প্রয়োজন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

অচিন.... বলেছেন: B-)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

মদন বলেছেন: :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

নিকষ বলেছেন: ধোকা! ধোকা! ধোকা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

মদন বলেছেন: লাস্ট প‌্যারাটা আপনার জন্য প্রযোজ্য জনাব ;)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: ১৮+ বিবাহিত আপুরা এদিকে আসেন ;) ;) আপুদের কি ১৮ বছরের আগে বিয়ে হয় নাকি :||

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

মদন বলেছেন: এতো এদিক সেদিক মনযোগ ক্যান?????? ;)

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

একজন ঘূণপোকা বলেছেন: :D :D

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

মদন বলেছেন: :)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

বাংলাদেশী দালাল বলেছেন: বালতি হাতে মাইয়াডা কত?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মদন বলেছেন: লিংক দেন :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

মঈনুল আহসান রাসেল বলেছেন: হিট সাকার।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

মদন বলেছেন: ১০০% ;)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

শরীফ উদ্দীন বলেছেন: বিবাহ করিতাম ছাই............... B-) B-) B-)
ছবির ভদ্র মহিলা কি খালি আছেন...... :P :P

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

মদন বলেছেন: আমি কি বিয়ের ঘটক নাকি?? ;) বিয়ের পরে ঘর সংসার সাজাতে যা লাগে তার জোগানদার হইলাম আমি :)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

একজন আরমান বলেছেন:
ভুল কইরা ঢুইকা পড়ছি। এখন কি হপে?
একটা বিয়া করাই দিবেন? ;) ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

মদন বলেছেন: কি আর করবেন, ভবিষ্যতের জন্য দেখে রাখেন :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১০

একজন আরমান বলেছেন:
মদন ভাই এই সুবিধা শুধু রাজশাহীতে কেন? বাকী বিভাগগুলা কি দোষ করছে? /:) /:) /:)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

মদন বলেছেন: শুধু রাজশাহীর জন্য নয়, এই সুবিধা পুরো বাংলাদেশের জন্যই। আপনি এক সাইটের মাধ্যমেই সব গুলো ব্রান্ডের পন্যের বর্ননা ও দাম পাবেন। সকল শোরুমের ঠিকানা সংগ্রহের কাজ চলছে। আশা করি আগামিতে শোরুমগুলোর ঠিকানাও দিতে পারবো ইনশাআল্লাহ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

আল ইফরান বলেছেন: আমিতো ভাবছিলাম অন্যকিছু। :P :P :P
হতাশ হইলাম ভ্রাতা /:) /:) /:)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

মদন বলেছেন: আপনার জন্যই শেষ প‌্যারাটি লিখেছিলাম :)

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমি আমার জনমে এত্ত্ হতাশ হই নাইক্কা.......চিক্কুর পাইরা কানতে ইচ্ছা কইরতেছে.....

অ.ট.: তাইলে কি আমি লুল....

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

মদন বলেছেন: লক্ষন তো তাই মনে হচ্ছে ;)

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট দিলেন আপুদের জন্য আর পোস্টে আইছি আমরা সব পুরুষ মানুষ কেমনে কি কিছুই বুঝলাম না ;) যুগ পালটাইয়া গেছে :D

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

মদন বলেছেন: অবাক হচ্ছি সেখানেই। আসবে আপুরা, আইলো ভাইজানেরা, কেমনে কি??? ;)

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

ভিটামিন সি বলেছেন: মদইন্ন্যা শেষ পর্যন্ত তার দলে নিয়া ছাড়ল। হতাশার চাষ করে গেলাম।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬

মদন বলেছেন: :P

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


B-) B:-/


১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

মদন বলেছেন: :)

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ৯ দিনের মাথায় আবারও ধরে খাইলাম....... এইডা কিছু হইল???

:( /:)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মদন বলেছেন: পুরাই লুল। চরিত্র রিফরমেট করতে হবে ;)

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

নিঝুম দ্বীপ বলেছেন: হতাশ কি আশা নিয়ে পড়া শুরু করলাম আর শেষ করলাম কি দিয়ে। তবে সাইটি খুব কাজের মানুষ জন এমনিতেই নড়াচড়া করতে চায় না তাদের কে আরো অলশ বানানোরর ভাল যন্ত্র।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

মদন বলেছেন: সবাই দেখি হতাশ হয়, হতাশ হয় কেন এইডাই বুঝলাম না :( তারা কি আশা নিয়া এইখানে আসতেছে কেউ কি বুঝায়া বলবেন? ;)

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: লেখক বলেছেন: পুরাই লুল। চরিত্র রিফরমেট করতে হবে।

মদন ভাই: আমার মনে হয় চরিত্র ফ্যাক্টরি রিসেট না দিলে কিছু হবে না......ফরমেট করলেও লুলামির কিছু বাগ থেকে যাওয়ার চান্স আছে.... /:)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

মদন বলেছেন: :)

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

সিয়ন খান বলেছেন: হতাশ X((

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

মদন বলেছেন: এতোজনের হতাশা দেখে আমিও হতাশ :(

২০| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মদন বলেছেন: আপুদের জন্য আরো কিছু পন্য http://www.familyneeds.net/braun/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.