![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮৯ থেকে একই জিনিস চলে আসছে। ৯৬ এ খালেদা চেষ্টা করেছিলো বর্তমান হাসিনার মতোই একগুয়ে একক ভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে। লাভ হয়নি। হাসিনাও পারবে না।
প্রতিটি সরকার শেষ বছরে যা করছে, এসরকারও তাইই করছে। সবার ভাগ্যে যা হয়েছিলো, এদেরও তাই হবে।
প্রশ্ন হলো, তোদের ক্ষমতার কামড়াকামড়িতে আমরা কেনো পিষ্ট হই?
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
মদন বলেছেন: কারণ আমজনতা বিরাট ভুদাই।
ভোদাই রা পিস্ট হবেই।
২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
আশিকুর রহমান ১ বলেছেন: কারন আমরা হইলাম বলির পাঠা
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
মদন বলেছেন: পরিবর্তন দরকার
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
ততততততততততততততত বলেছেন: হাসিনা ও খালেদা চরম বাড় বেড়েছে।
দুই জনের দুই গালে দুইটা করে খুব শক্তি দিয়ে থাপ্পর দিতে ইচ্ছা করছে।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
মদন বলেছেন: কে শুরু করবে?
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
নষ্ট ছেলে বলেছেন: বাঙ্গালি জাতি হইতাছে একটা ুদাই জাতি! বিভিন্ন সময় বিভিন্ন জাতির কাছে ুটকি মারা খাইছে! এখন নিজেরা নিজেরা ুটকি মারামারি করতাছে.......
অবাক হওয়ার তো কিছু দেখতাছি না।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
মদন বলেছেন: তরুন প্রজন্মের মধ্যেও অন্ধ দলীয় আনুগত্য অশিক্ষিত মুর্খ সমর্থকদের থেকেও অনেক বেশি। অবাককর বিষয়
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
আবরার রুমী বলেছেন: উস্তে হোক বা নিম পাতা,অথবা বেশি কচলানো লেবুর রস,,,সবাব ফলাফলটাই তেতো !!!
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
মদন বলেছেন: ঠিক।
চিনি বেশি হলেও তা তেতো হয়ে যায়।
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বার বার দরকার ফখরু-মইনুর সরকার।
চিরজীবন দরকার ফখরু-মইনুর সরকার।
ভাই আপনারা আর যাই বলেন এই দুই বেহায়া মহিলারে একমাত্র ফখরু-মইনুরাই কাহিল করতে পারছিলো।
ঐ সরকার আমাদের তথা নির্লোভ জনগণের লাভ করেছিলো।
যুক্তির খাতিরেও যদি বলেন, তারাও দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছিলো তথাপি তারা এই দুই বেডির মতো আমাদের লাভ না করতে পারলেও ক্ষতি মাগার করে নাই।
বিলিভ ইট অর নট-
ঐ দু'বছরই বাংলাদেশের ইতিহাসে প্রকৃত স্বর্ণযুগ ছিল।
হালুয়া-রুটির ভাগিদাররা (দুই জোটের লোকজন) দু'বেলা খেতে না পেয়ে ঐ সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল, যার ধারাবাহিকতা এখনো দেখা যায়।
আমি এখনও দারুণ ভাবে বিশ্বাস করি বিগত তত্ত্বাবধায়ক সরকার সত্যিই জনগণের সরকার ছিল। না হলে আমরা ভোটার আইডি কার্ড কি পেতাম ?
না। না। না। কখনই না।
তাই আসুন এই সব মেকি গণতন্ত্র (তৃতীয় বিশ্বের জঘন্যতন্ত্র) থেকে মুক্তি পেতে, একদিনের মেকি বাঙ্গালীপনা থেকে মুক্তি পেতে আবার আমাদের প্রাণ-প্রিয় দেশপ্রেমিক ফখরু-মইনুদের আমন্ত্রণ জানাই।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
মদন বলেছেন: মাইরের উপর ওষূধ নাই, ওই দুবছরে ভালো মতো বোঝা গিয়েছিলো।
৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
কান্টি টুটুল বলেছেন:
দেশটা আগাইয়া যাইতেছিল এইটা কিছু বজ্জাত-াতিয়ার সহ্য হইল না
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
মদন বলেছেন:
৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
অপরিচিত অতিথি বলেছেন: পেটের নাম মহশয় যা সহাইবেন তাহাই সহ। আমরা নিরুপায়
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
মদন বলেছেন: একেবারে মন্দ বলেন নাই।
৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
হাসান নাঈম বলেছেন: এই সরকারের অবস্থা দেখে আমার প্রায়ই ফেরাউনের কথা মনে পরে। ফেরাউন নিজের চোখে নবী মুসা(আ.) এর মোজেজায় নীল নদের পানি বিভক্ত হয়ে রাস্তা তৈরী হতে দেখেছিল - কিন্তু তখনও তার হুস হয় নাই। নবীর জন্য তৈরী রাস্তায় সৈন্য নিয়ে ঝাপিয়ে পরেছিল সেই নবীকেই হত্যা করার জন্য। মানুষ যখন বিভ্রান্ত হয় তখন এমনই হয়ে থাকে।
৭৫ এর ট্রাজেডীর পর এক আওয়ামী লীগ নেতা লন্ডনে বলেছিলেন 'এক ফেরাউনের পতন হয়েছে'। এখন বলতে হয় সেই ফেরাউনের প্রেতাত্মা আবার ফিরে এসেছে - দেখা যাক তার পতন কখন কিভাবে হয়।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
মদন বলেছেন: দেখা ছাড়া আমাগো মতো মফিজের আর কাম নাই
১০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
নােয়ফ চৌধুরী বলেছেন: মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বার বার দরকার ফখরু-মইনুর সরকার।
চিরজীবন দরকার ফখরু-মইনুর সরকার। এর চেয়ে ভালো অপশন নাই।
১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
পিওর গাধা বলেছেন: প্রশ্ন হলো, তোদের ক্ষমতার কামড়াকামড়িতে আমরা কেনো পিষ্ট হই?
কে দেবে এ জবাব? আমরা সবাই তো দলকানা
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
মদন বলেছেন:
হাসু আপা যদি কয় সুর্য পশ্চিম দিকে উঠছে, আমরা কই ঠিক ঠিক
গোলাপী ম্যাডাম যদি কয় সুর্য দক্ষিন দিকে উঠছে, আমরা কই ঠিক ঠিক
জামায়াত যদি কয় সাইদীরে চান্দে দেখা গেছে, আমরা কই ঠিক ঠিক
এরশাদ যদি কয় আমি চরিত্রবান, আমরা কই ঠিক ঠিক
আমাগো মতো মেরুদন্ডহীন, অন্ধ, মুর্খ জাতি যেনো কোন রাজনৈতিক দল/দেশ না পায়..
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কারণ আমজনতা বিরাট ভুদাই।
ভোদাই রা পিস্ট হবেই।
অসাধারণ একটি পোস্ট!
পোস্টে +++++++++