নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

লুল রা তফাত যাও

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

ইনি নাকি থাই প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রা :(



মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

নীল জানালা বলেছেন: আম্নে তফাত যান মিয়াবাই। আমি ইট্টু দেইখা লৈ

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

মদন বলেছেন: ওই মিয়া আমারে ধাক্কা দিলেন না ক্যা? দূর থেইকা দেখেন X((

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমরাও ইমুন সুন্দর টিনেজ একটা প্রধানমন্ত্রী চাই :)

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

মদন বলেছেন: নাম প্রস্তাব করেন। ;)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

jotil_pola_jamalpur বলেছেন: :P :P :P :P :P |-) |-) |-) |-) =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P B-)) B-)) B-)) B:-) B:-) B:-) :-P :-P :-P :-B :-B :-B B-) B-) :D :D :D

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

মদন বলেছেন: সামুর সব ইমো লাগায়া ফেলছেন দেখি ;)

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

বিশ্ব প্রেমিক বলেছেন: উফ আর পারছি না ................ !!

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

মদন বলেছেন: বিশ্ব প্রেমিক ????????
তাইলে তো এইবার আপনের টার্ন ;)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

অচিন.... বলেছেন: ami lul na :P

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

মদন বলেছেন: আমি জানি ;)

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

এ সামাদ বলেছেন: এমন হলে আমাদের দেশে খাইয়া ফালাবে।

কিন্তু থাই, কোরিয়া, জাপান সহ অনেক দেশ আছে মেয়েদেরকে উত্ত্যক্ত করেনা।

কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার এক ধর্ষকে ১৮ বছর কারাদন্ড ও জৈবিক চাহিদা শূন্য করা হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

মদন বলেছেন: আমাদের দেশে চালু করা উচিত

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাই প্রেমের কবি...কবিতা আসতেছে :P

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

মদন বলেছেন: একটা প্রেমের কোবতে চাই ;)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি কবি না তয় এমুন দেখলে তো কথামালা আর বন্ধ থাকে না :P :P :P

প্রেমে পড়ে গেলুম :!> :#> :!> :#>

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

মদন বলেছেন: কোবতে লেখেন

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

কে বা কারা বলেছেন: খালেদা জিয়ার বদলে জোবায়দা রহমান দাঁড়ালে বিএনপি এক কোটি ভোট, বিশেষ করে নতুন ভোটারদের ভোট বেশি পাবে, গ্যারান্টি। আমাদের এলাকায় ইউপি নির্বাচনে এক আপা শুধু চেহারার কারণে জিতে গেছেন।

আমাদের মহান গণতন্ত্রে ভোটের মূল্য যে কে কতটুকু দেয়, তা তো জানেনই।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

মদন বলেছেন: :P

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

বিডি আমিনুর বলেছেন: আমি ঐ দেশের রাষ্ট্রপতি হবার চাই :P
দয়া করে আমার সাথে কেউ ধাক্কা- ধাক্কি করবার আইবেন নাX((X((

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

মদন বলেছেন: :)

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

ইলুসন বলেছেন: আমাগো দেশের বুড়ি রাজনীতিবিদগুলা মরেও না যে সুন্দরী কাউরে পামু! /:)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

মদন বলেছেন: ছি ছি ছি, কিসব অলক্ষুনে কথা বলে, বালাই ষাট। :)

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

ভিটামিন সি বলেছেন: এতো কথার কাম নাই। আমি বিয়া করুম। আর কোন কথা নাই। সবাই চুপ থাকেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

মদন বলেছেন: ::(

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

লালমিয়াভাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: আমরাও ইমুন সুন্দর টিনেজ একটা প্রধানমন্ত্রী চাই :)


যদি বেয়াদপি মনে না করেন, আমি লাকি আপার নাম প্রস্তাব করছি।

/:) /:)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

মদন বলেছেন: :P :P

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

দি সুফি বলেছেন: :| :|

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

মদন বলেছেন: :)

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

সাহাদাত উদরাজী বলেছেন: আমি কিছু দেখি নাই!

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

মদন বলেছেন: কন্কি?

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

কোডব্লকার বলেছেন: আমি লাইনে আসলাম। সবাই সইরা যান কইলাম :P :P :P । নাইলে কিন্তু আমি খেলমু না। B-) B-) B-)

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

জ্যাক রুশো বলেছেন: ভাই একটু সাইড দেন :!> :!> :!>

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

মদন বলেছেন: কই যাইবেন???? ;)

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

স্বাধীন জামিল বলেছেন: কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে......... :#> :#> :#> :#> :#> :>

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

মদন বলেছেন: নির্জনে কবিতাই পইড়েন, লুলামি কইরেন না ;)

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

আলাপচারী বলেছেন: সইরা দাড়াইতে কন ক্যা ?
রাশিয়ান কৌতুক পড়েন নাই?
একা একা বিষ্ঠা খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালা।
বুঝছোইন?
লাইন ধইরা খাড়ান।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

মদন বলেছেন: :)

২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: ছবিটা ভাল পাই । B-) B-)

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

মদন বলেছেন: সবাই ই ;)

২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

নিয়েল হিমু বলেছেন: মুবাইল :(

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

মদন বলেছেন: +66****************** ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.