![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে ধসে পড়া নয় তলা ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।
বুধবার কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন দাবি করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল। তারাই দুর্ঘটনার শিকার হয়েছেন।’
Click This Link
আমি নির্বাক, আমি হতাশ, আমি ...
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
আশিকুর রহমান ১ বলেছেন: মিথ্যা বলবেন ভালো কথা কিন্তু তাই বলে এমন মিথ্যা বলবেন না যা শুনলে শয়তানও লজ্জা পায়!
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
রুপালী রাত বলেছেন: আমি নির্বাক, আমি হতাশ, আমি ...
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
আস্তবাবা বলেছেন: উনার কথার উত্তর দিতে আর ভাল লাগেনা। নিম্ন রুচির এক ঝগড়াটে কুটিল মহিলা
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
কান্টি টুটুল বলেছেন:
লাজ-লজ্জার সীমানা শেষ হলেই নির্লজ্জতা,বেহায়াপনার সীমানা শুরু হয়ে যায়,যার কোন শেষ নাই,এটি অসীম পর্যন্ত বিস্তৃত
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
খাটাস বলেছেন: মানুষের পেট থাইকা পয়দা হউয়া ব্রান্ডের সুয়োর।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
ইবনে 'উমার বলেছেন: আমি নির্বাক, আমি হতাশ, আমি ...
৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
জাহাজি৮৪ বলেছেন:
আমি নির্বাক, আমি হতাশ, আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
মদন বলেছেন:
৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
আজরাঈল আমি বলেছেন: গান্জ্ঞা কোথায় পাওয়া যায় বলতে পারেন? খাইয়া ঝিমাইতাম। তাইলে এইসব আর শোনা লাগতো না।
০৯ ই মে, ২০১৩ রাত ১১:১২
মদন বলেছেন: ঠিকানা পাইলে আমারেও দিয়েন
১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
মুহসিন বলেছেন: ভয় হচ্ছে নিহতের সংখ্যা আবার কাল হতে হতে হাজার না পৌছায়।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
আিম এক যাযাবর বলেছেন: প্রধানমন্ত্রী সবসময় সত্য কথা বলেন...। এবারও বলেছেন, আমি আম পাবলিক বিশ্বাস করলাম.............না.... না.... না.... না....না.......না....
১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
মাহাবুব১৯৭৪ বলেছেন: মাননীয় স্পীকার, আমি ..... হয়ে গেলাম।
১০ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
মদন বলেছেন:
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
পাখা বলেছেন: কারণ::
হতাহতের এই ঘটনায় সোহেল রানাকে দায়ী করে তিনি বলেন, “তার সর্বোচ্চ শাস্তির জন্য বিজিএমইএ সুপারিশ করবে।”
মঙ্গলবার ভবনটিতে ফাটল ধরার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ভবনটি ঘুরে দেখেন।
স্থানীয় প্রকৌশলী আব্দুর রাজ্জাক সে সময় সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে বুয়েট থেকে প্রকৌশলী এনে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তবে ভবন মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সামান্য একটু প্লাস্টার খুলে পড়েছে। এটা তেমন কিছু নয়।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
মদন বলেছেন: চট্টগ্রামে উড়াল সড়ক ধসে পড়ে,
গার্মেন্টস পুড়ে
ভবন ধ্বসে পড়ে
লাশের মিছিল চলছে...
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
আরািফন বলেছেন: প্রধানমন্ত্রী হাসিনা সব সময় এ ধরণে কাথা বলে..............
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মাইন রানা বলেছেন: এখন বক্তব্য দেওয়া সেগুলি খারাপভাবে প্রচারের সময় নয়। সহোযোগিতার সময়।
তাই এই পোষ্ট দেয়াকে সমর্থন করিনা।
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মদন বলেছেন: খারাপ বক্তব্য ভালোভাবে প্রচারের সিস্টেম শিখায়ে দিয়েন। আগামিতে চেষ্টা করবো।
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
তুষার বর্ষন বলেছেন: হায়রে মানুষ
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
লাবনী আক্তার বলেছেন: মানুষ সব বোঝে। মানুষ বোকা না।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নষ্ট শয়তান বলেছেন: ভবিষ্যত প্রজন্ম কে এই জন্য আমাদের জবাব্দিহী করতে হবে কেন আমরা এই রকম বিকৃত মস্তিস্ককে প্রধান মন্ত্রী হিসাবে মেনে নিয়েছি
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
টুনা বলেছেন: এটা হল অতি বাচলামীর ফল। বাংলাদেশের সবাই অতি কথনের দোষে দুষ্ট।এই কথা বলাতে কি লাভ হলো জানিনা।আমরা এখন এসব কথার উত্তর দেবার ভাষাও হারিয়ে ফেলেছি।
২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
দুষ্টু ছোড়া বলেছেন: কই যাই এখন?
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
মদন বলেছেন:
২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
বিব্ভ্রন্ত বলেছেন: এই কথাটি বলে উনি কি বুঝাইতে চাইলেন? আমি বুঝলাম না, আমার স্বল্পো বুদ্ধিতে কথাটির অর্থ ""এই দুর্ঘটনাতে যারা মৃতু ব্যথা ভোগ করেছেন এবং অভিঞ্জতা নিয়েছেন তারা লোভি (সামান্য জিনিসপত্রের মায়াতে মৃতু )"- এই ভাবে চিন্তা করলে কি আমার ভুল হবে?
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
মদন বলেছেন: সম্ভবত উনি সেটিই বুঝাতে চেয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরেক কাঠি সরেস।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
মদন বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে বলেছেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইমারত নির্মাণের নিয়ম কানুন যথাযথ অনুসরণ করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।তবে একইসাথে মন্ত্রী বলেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। মন্ত্রী জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: শূরু হইয়া গেল পলিট্রিক্স!!!!!!!!!!!!!
জাতীয় মিথ্যাচার!!!!!!!!!!!!!!!!!!