![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এমন একজন লোককে পাওয়া যাবে যিনি বাংলাদেশীদের কাছে দলমত নির্বিশেষে সম্মানিত হয়েছিলেন?
আমরা এমনই এক হতভাগা জাতি যারা মতের অমিল হলেই তাকে নোংরাভাবে আক্রমন করে কথা বলি, তার চরিত্রে কলংক লেপন করি, তার বাবার বাবার বাবার বাবার শশুর চোর ছিলো কি ডাকাত ছিলো সেই দায় তার উপরে চাপাই।
বাঙ্গালী জাতি ধ্বংসের জন্য তারা নিজেরাই যথেষ্ট, বাইরে থেকে কারো আসতে হবে না।
০৭ ই মে, ২০১৩ রাত ১২:০৩
মদন বলেছেন:
২| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩২
এস বাসার বলেছেন: তবে এটাই সত্যি, বাংগালী জাতির ইতিহাসে যারাই সামনে এসেছে মানে নেতৃত্বে , তাদের মেজরিটির অতীত ইতিহাসটা অনেক দূর্গন্ধময়!!
এটার কারন হতে পারে, আমাদের সমাজের চোধুরী,তালুকদার,ভূইয়া ইত্যাদি তকমাধারীদের বেশীর ভাগই হয় ইংরেজদের পা চেটে এসব তকমা লাগিয়েছে , না হয় আকাম-কুকাম-চুরি করে সেসব অর্জন করেছে......... এবং সময়ে সুযোগে উনারাই আমাদের নেতা বনে যান, সুতরাং...........
০১ লা মে, ২০১৩ দুপুর ২:০৮
মদন বলেছেন: অতীত ইতিহাস দুর্গন্ধময় এমন নেতৃত্বেকি লোক নিজে আসে নাকি নেতা আমরাই বানাই? বাংলাদেশের কোন নেতার ইতিহাস ভালো?
৩| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪৬
বাংলাদেশী দালাল বলেছেন:
সম্মানিত ব্যক্তিরাই সম্মানিত ব্যক্তিদের নোংরাভাবে আক্রমন করেন।
আমরা নিজের ভাল কাজ দেখিয়ে নয় অন্যের খারাপ কাজ দেখিয়ে বড় হতে চাই।
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:২৯
মদন বলেছেন: আমি এখন পর্যন্ত যা দেখলাম, অন্যকে ছোট করে আমরা বড় হতে চাই, নিজের কাজের গুনে নয়।
৪| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৩০
সিফাতুল্লাহ বলেছেন: > বিচারপতি, প্রথম প্রধান উপদেষ্টা ও পরবর্তীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ।
> বিচারপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান।
> তাজউদ্দীন আহমেদ।
> শেরে বাংলা
> ...
যদি জীবিত ও কিছুটা ক্ষমতাবাণের কথা বলতে চান তবে -
> বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
উলটা লিস্ট (যাদের নামে সবচেয়ে বেশি গালাগালি হয়) করলে -
১) জামাত-শিবির + ধর্ম বিদ্বেষী গুলো (ছাগু + হাগু)
২) পল্লি বন্ধু
...
০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৪
মদন বলেছেন: আমার স্মরন শক্তি খুব কম তাই রেফারেন্স সহ কিছু বলতে পারি না।
শাহাবুদ্দিন আহমেদ সাহেব মোটামুটি একটা অবস্থানে আছে.
মুহাম্মদ হাবিবুর রহমান সম্পর্কে তেমন জানা নেই.
তাজউদ্দীন সাহেব তার প্রাপ্য মর্যাদা নিয়ে বিদায় হয়েছিলেন কি?
আবদুল হামিদ সাহেব সবে রাষ্ট্রপতি হলেন, সামনে লম্বা সময় পড়ে আছে।
বিপরিত লিষ্ট নিয়া আপাতত আলোচনা না করি
৫| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৫০
এম এম কামাল ৭৭ বলেছেন: আপনি তো একটা আন-কমন চিন্তা করেছেন ভাই! আসলেই তো এমন কোন সম্মানীত ব্যক্তির নাম মনে করতে পারছিনা যাদের হেয়/ অসম্মান করা হয় নাই।
৬| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:১৪
সেয়ানা বলেছেন: ভাই এই প্রশ্নটা আমি বি সি এসের ভাইভাতে প্রশ্নকর্তাদের জিগাইতে চাই।
৭| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৫০
লেজ কাটা শেয়াল বলেছেন: এইটা কোনো প্রশ্ন হৈল?
৮| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:১৪
হুমায়ুন তোরাব বলেছেন: amare ki chokhe dekhen na miya ....
০৭ ই মে, ২০১৩ রাত ১২:০৫
মদন বলেছেন: এইবার দেখলাম। আপনে বেইজ্জত হবার জন্য প্রস্ততি লন।
৯| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মায়াবীনি৬৫৪ বলেছেন: আমাকে এখন পর্যন্ত কেউ অসন্মান করে নাই
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৫
প্রত্যাবর্তন@ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ সকাল ১০:২৫
হাছুইন্যা বলেছেন: বাঙ্গালী জাতি ধ্বংসের জন্য তারা নিজেরাই যথেষ্ট, বাইরে থেকে কারো আসতে হবে না।
১০০% সত্যি কথা।