![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভিএস অটো বাংলাদেশ লি: এর পক্ষ থেকে মোটরসাইকেল ভ্যালী (http://www.motorcyclevalley.com/) এর জন্য পাঠানো উপহার বুঝে পেলাম এই মাত্র। একটি চাবির রিং, একটি কলম, একটি ওয়ালেট, একটি অফিস ইকুইপ. হোল্ডার এবং দুটি পোলো শার্ট। ধন্যবাদ সালাহউদ্দীন ভাইকে।
আনন্দটুকু সবার মাঝে শেয়ার করলাম।
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
মদন বলেছেন: শুভেচ্ছা আন্তরিকতার সাথে গৃহিত হলো।
২| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭
অনন্যমানুষ বলেছেন: মোটরসাইকেল দেয়নি ?
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
মদন বলেছেন: আরে, তাই তো
৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:০২
জহির উদদীন বলেছেন: আমরাও কিভাবে শুভেচ্ছা আন্তরিকতার সহিত এই উপহার পেতে পারি একটু যদি বলতেন........
২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:১১
মদন বলেছেন: একদম সহজ
প্রথমে http://www.motorcyclevalley.com/ এমন একটি সাইট বানান
এরপর কোম্পানীর সাথে যোগাযোগ করেন।
এরপর আন্তরিকতার সাথে উপহার গ্রহন করবেন
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৩৮
পিওর গাধা বলেছেন: আহ!! কি কপাল
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মদন বলেছেন: আহ
৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৪০
পিওর গাধা বলেছেন: বাংলাদেশে Honda আসতে চেয়েছিল, সর্বশেষ খবর কিছু জানেন?
২৬ শে মে, ২০১৩ রাত ২:০২
মদন বলেছেন: ভালো কথা মনে করিয়েছেন। হোন্ডার আসার খবর দিয়ে আমার নিউজ সেকশনটি চালু করেছিলাম গত বছর Click This Link
এরপরে আর খবর নেয়া হয়নি। দেখি খোজ লাগাই। পেলে আপডেট দিয়ে দেবো।
৬| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:০২
ঢাকাবাসী বলেছেন: গিফট পাওয়াটা বেশ সোজাই মনে হচ্ছে, তবে আমাদের জন্য না! কি যেন বললেন সাইট বানানো টানানো!! সেড়েছে! টি শার্টের রং চমৎকার। অভিনন্দন রইলো।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:১১
মদন বলেছেন: গিফট পাওয়া খুবই সোজা
আপনাকে ধন্যবাদ।
৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫
এস এইচ খান বলেছেন: ধন্যবাদ আনন্দ ভাগাভাগির জন্য।
অপট: আসছে বাজেটে মটর সাইকেলের মূল্য হ্রাস বৃদ্ধি নিয়ে আগাম কিছু বললে খুশি হতাম।
আবারও ধন্যবাদ মদন ভাই।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মদন বলেছেন: গত পরশুদিন কথা হচ্ছিলো বাইকের এক ডিলারের সাথে। বললাম বাজেটে বাইকের দাম বাড়বে নাকি কমবে?
উনি বললেন বাজেটে দাম বাড়ুক আর কমুক, বাইকের দাম বাড়বে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: কিসের জন্য এই উপহার প্রাপ্তি তাহা বলিবেন না ??
শুভেচ্ছা রইল।