নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

বিয়েতে কি উপহার দিবেন????

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৪৫





দুটি কারনে হোম/কিচেন এপ্লায়েন্স শোরুম গুলোর দরকার পড়ে বেশি। প্রথমত হলো নিজের পরিবারের জন্য কিছু কিনতে। দ্বিতীয়ত হলো কাউকে উপহার দেবার জন্য। বিশেষ করে বিয়েতে গিফটের জন্য কি কিনবো কোথা থেকে কিনবো এই নিয়ে একটি ঝামেলাতে সবাইকেই পড়তে হয়। একই সাথে বাজেটের সাথে পন্যের সমন্বয়তো আছেই।



শখের বসেই করলাম ফ্যামিলি নিডস নেটওয়ার্ক (http://www.familyneeds.net/)। উদ্দেশ্য ছিলো গৃহপন্যের একটি তালিকা করা দাম সহ। কিছু কাজ আগানোর পরে মনে হলো পন্যের তালিকা না হয় তৈরী করলাম কিন্ত কোথায় পাওয়া যাবে এটা না জানলে কেমনে হবে। শুরু করলাম শোরুমগুলোর ঠিকানা সংগ্রহ করা। পাওয়া যাচ্ছে, কিন্তু এন্ট্রি দিতে দিতে জান শেষ :(



প্রতিটি পন্যের সাথেই সেই পন্যের শোরুম সার্চের ব্যবস্থা করে ফেলেছি। সব গুলো শোরুম এখনও এন্ট্রি দেয়া হয়নি, আশাকরি অল্প দিনেই শেস করতে পারবো।



নিজের সংসারের জন্যই হোক অথবা উপহারের জন্যই হোক। দাম এবং প্রাপ্তিস্থানের জন্য আপনি নিদ্বিধায় ঢু মারতে পারেন http://www.familyneeds.net/



[ ছবি: নেট ]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:০৯

এনিগমা বলেছেন: bier jinish koi, eto mlm babsha

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭

মদন বলেছেন: এখানে আপনি এমএলএম কই থেকে আমদানী করলেন???????? :-<

২| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিয়েতে নগদ টাকা আর জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীই সব চেয়ে ভাল উপহার।

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

মদন বলেছেন: এইসব কথা কানে কানে বলতে হয় ;)

৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

সোহাগ সকাল বলেছেন: সাজ্জাদ ভাইয়ের সাথে সহমত। :P

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬

মদন বলেছেন: আজকালকার পোলাপান বড়ই লুল ;)

৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

s r jony বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর সাথে সহমত =p~ =p~

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২২

মদন বলেছেন: এখানে দেখি সব লুলের মিছিল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.