নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১

ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।



`অনলাইন পেমেন্টে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার` শিরোনামের এ পরিপত্রে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা অনলাইনে কেনাকাটার জন্য তাদের অব্যবহৃত আন্তর্জাতিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। তবে তা বছরে এক হাজার ডলারের বেশি হতে পারবে না।



বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এ পরিপত্রে বলা হয়, অনলাইনে কেনাকাটায় প্রতি একক লেনদেনে সর্বোচ্চ একশ ডলার খরচ করা যাবে। সফটওয়্যার, ই-বুক ইত্যাদি কেনাকাটায় অনলাইনে লেনদেন করা যাবে।



তবে `অবিশ্বস্ত` বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা যেন কোনো `ঝুঁকি` না নেয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে।







Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৯

শিপন ব্লগার বলেছেন: ুব বালু

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৩৮

পিচ্চি পোলা বলেছেন: আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বলতে কি বুঝিয়েছে তা তো মাথায় ঢুকলো না। যেকোনো ভিসা কিংবা মাস্টারকার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে না?

৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: গালি আসছে দেখে। ভরসা শুধু এতটুকুই যে আজকে একটু চালু হইছে মানে পরে হয়ত আরও ভালকরে চালু হবে।

এক বারে ১০০ ডলারের বেশি খরচ করা যাবে না এইডা কেমন কথা। আবার বছরে মাত্র ১০০০ ডলার, এইডা কি ফাজলামি?

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩১

মদন বলেছেন: নাই মামার থেকে কানা মামা ভালো। আপাতত কানা মামা পাই, পরে না হয় চোখের ট্রিটমেন্ট করলে হবে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.