নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে কেনাকাটার কথা ভাবছেন? কে কতটুকু ডিসকাউন্ট দিলো জানতে চাচ্ছেন?

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:১৭

২০০০ সালের ঘটনা। মুন্সীজি ডট কম নামে প্রথম ইকমার্সের আবির্ভাব ঘটে বাংলাদেশে। এর পরে একে একে অসংখ্য ইকমার্স চালু হয় বাংলাদেশে। প্রথমে ইকমার্সগুলো ছিলো বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের উপর নির্ভর করে। যারা দেশে অবস্থানরত আত্নীয়স্বজনকে উপহার পাঠাতে এইসব ইকমার্স সমুহকে ব্যবহার করতেন। ইদানিং দেশেই চালু হয়েছে অনেকগুলো ইকমার্স, যেগুলোতে আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিস। পেমেন্টও করতে পারেন লোকাল ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে এমনকি বাসায় পৌছে দেবার পরেও পেমেন্ট এর অপশন রয়েছে অনেকের।



অনেক ইকমার্সের ভীড়ে কার সার্ভিস কেমন অথবা কে কতটুকু ছাড় দিচ্ছে অথবা কোন ইকমার্স নতুন কি অফার দিলো ইত্যাদি জানা কিছুটা কষ্টসাধ্যই বটে। আপনার এই কষ্ট লাঘব করতেই আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা হলো দেশীগিফট২৪ডটকম http://www.deshigift24.com/



এখানে বাংলাদেশে প্রচলিত ইকমার্স গুলোর পরিচিতি রয়েছে। রয়েছে তাদের দেয়া অফার সমুহের তালিকা। আপনি যদি এই ইকমার্স গুলো ব্যবহার করে থাকেন তার সম্পর্কে মন্তব্য করতে পারবেন একই সাথে অন্যের মন্তব্য দেখে বুঝতে সহজ হবে কোন ইকমার্সের সাভিস ভালো।



সময় পেলে ঢু মারুন http://www.deshigift24.com/



( বি:দ্র: গঠনমুলক সমালোচনা সাদরে গৃহিত হবে। )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫০

মুক্ত মণ বলেছেন: দেশের বাইরের শপিং এর জন্য আমাদের সাহায্য নিতে পারেন যেমন: ebay, ali express, amzon ইত্যাদি।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৮

মদন বলেছেন: আশা করি আপনার সাইট অনেকের কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.