নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

বিবাহিত আপুরা এদিকে আসেন, ভাইজানেরাও আইতে পারেন

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬

বাচ্চালোক খেলতে যাও।





নারী-পুরুষের জীবনে পূর্নতা পায় তাদের সন্তানে। বিবাহিত নারী পুরুষের সবচেয়ে আরাধ্য সম্পদ হলো সন্তান। মানুষ অনন্তকাল বাচতে পারে না কিন্তু তার সন্তানের মধ্যে তার ছায়া রেখে যায়। এ যেন এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর। সন্তান বাবা-মায়ের কাছে তার নিজেরই প্রতিচ্ছবি।



পরিবারে সন্তান খুশির বার্তা নিয়ে আসে। বাবা-মায়ের দায়িত্ব বেড়ে যায়। সন্তানকে লালন পালন করতে তাদের বিবিধ সমস্যায় পড়তে হয় যেমন বাচ্চার খাবার, পোশাক, খেলনা ইত্যাদি সংগ্রহ করতে বেশ হিমশিম খেমে হয়, বিশেষ করে এই ব্যস্ত নগর জীবনে দরকারী জিনিসগুলো সংগ্রহ করে বড়ই কষ্টের। আপনার এই কষ্ট লাঘবে এগিয়ে এসেচে বেবীকেয়ারবিডিডটকম(Click This Link)



বেবী কেয়ার বিডি ডট কম আপনার বাসায় পৌছে দিচ্ছে আপনার প্রিয় সন্তানের জন্য প্রয়োজনীয় সকল উপকরন। Click This Link



বাচ্চাদের পাশাপাশি মায়েদের জন্যও প্রয়োজনীয় উপকরন রয়েছে এখানে। ঘরে বসেই অর্ডার দিন, পন্যে বুঝে নিয়ে পেমেন্ট দিন।

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:২৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: বিজ্ঞাপণ?? B-)

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

মদন বলেছেন: কোন কিছু জানান দেয়াই তো বিজ্ঞাপন, তাই না??? ;)

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৬

~মাইনাচ~ বলেছেন: নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: বিজ্ঞাপণ??


মনে হয় ;)

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

মদন বলেছেন: মনে হয় ;)

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:১৬

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: কি সব দ্রব্যাদি দিচ্ছেন? ফ্রী তে হলে আগ্রহী হতাম, আর যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে দরকার নেই। আমাদের মুদি দোকানে প্যান্থার কনডম থেকে শুরু করে তেল, সাবান, স্নো, পাউডার, হাগীজ প্যাম্পার ন্যাপকিন এমনকি সেনোরা অথবা হুইস্পার আলট্রা প্যাড সবই পাওয়া যায়।

আগে বলুন কোনটার সাথে কি ফ্রী দিবেন? যেমন ধরুন একটা কনডমের সাথে ২টা হুইস্পার আল্ট্রা ফ্রী! :D

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩

মদন বলেছেন: যখন হুইস্পার কিনবেন তখন তো কন্ডম না কিনলেও চলবে। ;)

৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০২

তাসজিদ বলেছেন: মার্কেটিং আর এ নতুন কোন কৌশল।

:|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :||

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮

মদন বলেছেন: জ্বী :)

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৫০

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: ভালই মজা লুটতে পারেন মশাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.