![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজা এসে গেলেই সমস্ত খরচগুলো একবারে এসে হাজির হয় আর ক্লায়েন্টদের থেকে পাওনা টাকাও পাওয়া কঠিন হয়ে যায়। অধিকাংশ ঈদেই বোনাস তো দূরের কথা স্যালারী দিতেই ঝামেলায় পড়তে হয়, অনেক সময় বোনাস দিতে অন্যের থেকে লোন করতে হয়। বিগত কয়েকমাস ধরে কাজের গতি কম, কাজও কম হরতালের কারনে। সব মিলিয়ে মাজুল অবস্থা। হঠাত করেই এক ক্লায়েন্টের থেকে কিছু টাকা পেলাম। পেয়েই মাথায় এলো ঈদ বোনাসটা দিয়েই দেই, পরে হাতে টাকা থাকে না থাকে এর গ্যারান্টি নাই।
তাই আজকে ঈদের ২ মাস আগেই ঈদ বোনাস দিয়ে দিলাম, যদিও টাকা গুলা পোলাপান খরচ করে ফেলবে ঈদের আগেই, তবুও আমি দায় মুক্ত হয়ে শান্তি লাগছে।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১
মদন বলেছেন: টাকা তো খরচের জন্যই, তাই না????
২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
কালোপরী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন: এত আগে টেকা পাইয়া সব খরচ কইরা ফালাইব