![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটি আমার নয়-
এই কথা প্রথম বলে আমার এক আওয়ামী বন্ধু সিটিকর্পোরেশন ভোটের দিন।
এর পরে শুনি মাহী বি চৌধুরীর মুখে।
ইদানিং অনেকের মুখেই এ কথা শোনা যাচ্ছে।
হয়তো আওযামীলীগের উপরে বা শেখ হাসিনার উপরে বিরাগ থেকে এ কথা বলছে।
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
মদন বলেছেন: তাই?
২| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দল পরিবর্তন করলেই দেশ ও জাতির কোনো লাভ হবে না।
আগামি নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত এবং কেন
Click This Link
৩| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো
বি-রাগ থেকে এ কথা বলছে।
৪| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:৪২
নষ্ট ছেলে বলেছেন: মতিঝিল থেকে হেফাজতিদের বিদায় করার পর আমার এক ফ্রেন্ড (কট্টর আওয়ামী পন্থী) কইছিল, হেফাজতিরা তো আওয়ামী লীগের বালডাও ছিড়তে পারল না।
কিছু দিন আগে সিটি করপোরেশন নির্বাচনে পোঙ্গামারা খাওয়া পর কইতাছে, হুজুরগো চেতানো হাসিনার ঠিক হয় না
৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৮
দুরন্ত-পথিক বলেছেন: আবার জিগায়
৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৯
শূন্য পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ রাত ৮:২০
১১স্টার বলেছেন: Thik koicen