![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত কয়েকদিনে ইন্টারনেট জগতে বাংলালায়নের বর্তমানের জঘন্য সার্ভিসের জন্য প্রতিবাদের ঝড় দেখে বাংলাবিলাই গ্রাহকদের ইমেইল পাঠিয়েছে যে তারা ক্ষতিপূরন বাবদ পর্যায়ক্রমে উপহার দিবে। তো উপহার আসা পরের কথা বিগত ৩০মিনিট ধরে নেট আবার ডিসকানেক্ট। কাস্টোমার কেয়ারে ফোন দিলে কেই ফোন ধরে না।
কানের নীচে কইষা চড় দেওন ছাড়া এরা সোজা হবে না।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১
মদন বলেছেন: তাদের কাস্টোমার কেয়ার না বলে কাস্টোমার পেইন বলাই ভালো।
২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬
বাংলাদেশী দালাল বলেছেন: প্রিপেইড কার্ড টপআপ করলে ১৫০ এমবি কম দেখায়। ফোন দিয়া ঝাড়লাম কতক্ষণ।
২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
মদন বলেছেন: এ আবার কেমন কথা? এটি কোন ধরনের জোচ্চুরী?
৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২০
অপু তানভীর বলেছেন: আমি ভাই বাংলাবিলাই বাদ দিছি চার মাস আগে ! এখন বহুত শান্তিতে আছি !!
২৪ শে জুন, ২০১৩ রাত ১০:১৬
মদন বলেছেন: আমাদের এখানে এটিই একমাত্র স্পীডি লাইন। অন্য কিছুতে যেতে পারছিনা বলেই এদের অত্যাচার হজম করে যাচ্ছি।
৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কই প্রব নাই তো কোন এখন............
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০২
মদন বলেছেন: আপনি ভাগ্যবান
৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭
রোহান খান বলেছেন: গ্রামিন ইউজ করলে কি হয়..? যাই কন বাংলাদেশে এদের সার্ভিস এভারেজ ভালই। যদিও আমার qqqকিউবি আছে আর এটাই ইউজ করা বেশি হয় কিন্তু বিপদে গ্রামিনই ভাল বন্ধু।
৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫২
টুম্পা মনি বলেছেন:
৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৭
অচিন তারা বলেছেন: হাহাহা বাংলার বিলাই... ভালো বলেছেন... :p
৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ইশানা বাংলালায়নের মডেল ছিল(এখনো আসে নাকি??)।
যদি উপহার বলতে ওনাকে বুঝানো হয় আমি তাহলে চড়-চাপড় বাদ দিয়ে মাফ করে দিতে রাজী আসি ||
৯| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:১০
ইকরাম বাপ্পী বলেছেন: Gp e vorosha..... Bashay shuye boshe use korle jao paoar ta tai.....kubir vai r lion bilai kinsilam....koy pc janlar kase nen......akasher dike tak koren.....chade uitta modem re fashi den jhulaia........ Eto ekebare adi kaler moto..... Tv antena dia BTV khuja mone koraia dise...... Mob dia gp r pc dia zoom ultra chalai.. Net er damta ektu beshi..... Bt prob nai....tar poreo gp carry forward dey kintu zoom dey na.....dile regular use kortam
১০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩২
দুরন্ত-পথিক বলেছেন: কিউবি ইউজাই,তাই কোন ঝামেলা নাই।আপনিও তাই করেন।না হলে জিপি ইউজান,যদিও স্লো তবুও নেট পাইবেন।
২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫১
মদন বলেছেন: অফিসের কাজে ব্যবহার করতে হয়। জিপি দিয়া চলে না
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬
আসিক ইসলাম বলেছেন: vai....ami 3 days ago bill pay korachi but akhono line disconnect...C.care ea phone dillay balay ja sir kichokhonar modday apnar line active hoya jaba.....