![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোন্ডা এবং বাংলাদেশ স্টীল এন্ড ইনজিনিয়ারং করপোরেশন এর যৌথ মালিকানায় বাংলাদেশে কারখানা স্থাপনের চুক্তি হয়েছে গত বছর। এবছরেই তাদের কাজ শুরু হবার কথা। কিন্তু এরপর থেকে আর কোনো নিউজ পত্রিকাতে চোখে পড়ে নাই।
কোন ভাই-বেরাদারের চোখে পড়লে জানালে কৃতজ্ঞ থাকবো।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
মদন বলেছেন: নাহ,
দুজনের টার্গেট গ্রুপ আলাদা।
২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬
কৌশিক বলেছেন: এখন তো সব মটরসাইকেলের দামই শুনি দুই লাখের উপরে!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
মদন বলেছেন: চাইনজি গুলো ৭০থেকে শুরু আর ইন্ডিয়ানগুলো ১লাখ ১৫ থেকে। দুইলাখের উপরের গাড়ীগুলা আমি আপনি চালাইতে পারুম না, আমাগো পোলারা চালাবে।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০
কৌশিক বলেছেন: আমি একটা সাইকেল কিনতে চাই। বিডিসাইক্লিস্ট হইতে চাই।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
মদন বলেছেন: সাইকেল কেনার পরে একটা ছবি আপলোড মাইরেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
কৌশিক বলেছেন: এটা তো খুবই ভালো নিউজ। ওয়াল্টন মাইর খাইবে নিশ্চিত।