![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) কাজী মাহমুদ হাসান জানান, এরশাদের এ সিদ্ধান্ত গাজীপুরের ভোটার এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে তেমন প্রভাব ফেলবে না। জানা গেছে, জাতীয় পার্টির নেতারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৭টি টীম গঠন করে অধ্যাপক আবদুল মান্নানের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
জাতীয় পার্টির স্থানীয় এক নেতা বলেন, ‘এরশাদ ইঞ্জিন নিয়া আজমতের দিকে দৌড় দিলেও মালভর্তি বগি সবগুলো মান্নানের লাইনে পড়ে আছে’।
Click This Link
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮
মদন বলেছেন:
২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯
এস এইচ খান বলেছেন:
৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭
ইকবাল পারভেজ বলেছেন:
হাসতে হাসতে শেষ|
হাসিনা এরশাদরে জেলের ভয় দেখাইয়া সাথে নিছে|
৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬
ভিটামিন সি বলেছেন: ভাবছিলাম আগামি নির্বাচনে এই হালার পুতের পক্ষে কাজ করুম। কিন্তু হালার পুতে ভুতের ভয়ে আবার শাড়ীর নিচে হান্দাইছে। হালার মুখে থুতু মারতেও ইচ্চা করে না। আমার থুথু র তো একটা দাম আছে। এই হালার পুতের এই দামটাও রইল না।
৫| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪১
খেয়া ঘাট বলেছেন: জাতীয় পার্টির স্থানীয় এক নেতা বলেন, ‘এরশাদ ইঞ্জিন নিয়া আজমতের দিকে দৌড় দিলেও মালভর্তি বগি সবগুলো মান্নানের লাইনে পড়ে আছে’।
হাহাশে। হাহাশে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬
মাহমুদুর রাহমান বলেছেন:
হিক্ জ দিলে কষ্ট লাগচে , এভাবে বললে