![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“একই চাকরির জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিফাইং মার্কস নির্ধারনের এখতিয়ার পিএসসি কোথায় পেল? সংবিধানে তাদের এরকম কোনো ক্ষমতা দেয়া নেই। তাছাড়া কোনো পরীক্ষার ক্ষেত্রে ২টি কোয়ালিফাইং মার্কসের নজির পৃথিবীর সভ্য-অসভ্য কোনো দেশেই নেই। আর কোয়ালিফাই না করলেও কোটাধারীদের চাকরি দেয়ার দায়িত্ব পিএসসির নয়। পিএসসির এরকম সিদ্ধান্ত অশিদ্ধ হয়েছে।”
বৃহস্পতিবার রাতে ৭১ টিভির লাইভ টকশোতে ড. আকবর আলী খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৫০ শতাংশের অধিক কোটা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। তাছাড়া কোটা কোনো চিরস্থায়ী বিষয় হতে পারে না। কেউ ৮০ পেয়ে কোয়ালিফাই করবে না, আর কেউ ৪০ পেয়েও টিকবে তা আইনশিদ্ধ নয়। প্রিলিমিনারিতে ৮০ পেয়েও যে কোয়ালিফাই করল না, লিখিত পরীক্ষায় সে যে প্রথম হতোনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে কি? কুইজ পদ্ধতির প্রিলিমিনারির সাথে লিখিত পরীক্ষার অনেক পার্থক্য রয়েছে
Click This Link
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
মদন বলেছেন: ++++++++
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: সংসদে কোটা ব্যবস্হা করা হোক ।
বংগবন্ধু পরিবারের জন্য ১০ টি আসন ।
আওয়ামীলীগ অনুমদিত মুক্তিযোদ্ধাদের জন্য ১৪০ সিট ।