নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের শোচনীয় পরাজয় মানেই এ নয় যে বিএনপির উপর জনগন খুশি

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

জনগনের হাতে অন্য কোন অপশন নেই বিধায় বিএনপির উপরে ত্যক্ত হয়ে একবার আওয়ামীলীগকে ভোট দেয়, আবার আওয়ামীলীগের উপর বিরক্ত হয়ে বিএনপিকে ভোট দেয়।



মজার এবং দু:খের ব্যাপার হলো ক্ষমতা পেয়েই তারা মনে করে জনগন যা খুশি করার পারমিশন আমাদের দিয়ে দিয়েছে।



চালাও দূর্নীতি, চালাও সন্ত্রাস।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

উড়োজাহাজ বলেছেন: সিস্টেম না বদলানো পর্যন্ত এই চক্র থেকে বের হওয়া যাবে না। একবর এ আসবে তো আরেকবার ও আসবে। দূর্নীতিবাজদের ভয় নেই। পাঁচ বছর পর হলেও তারা ক্ষমতায় আসছেই।
ক্ষমতায় যে-ই আসুক সেই দূর্নীতিবাজ হয়ে উঠবে। সিস্টেমই তাকে বাধ্য করবে তা করতে। কথায় আছে যে যায় লঙকায় সে হয় রাবন। সিস্টেম বদলানোর ডাক দিন।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

মদন বলেছেন: কিভাবে হতে পারে?

২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

চাঁন মিঞা সরদার বলেছেন:
হায়েনার রাজ্য থেকে ভেড়ার রাজ্যে বসবাস নিরাপদ।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

মদন বলেছেন: হায়েনা আর ভেড়া না বলে হায়েনা আর বাঘ বলতে পারেন।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশের আচুদা জনগণ আচুদা সিদ্ধান্ত নিচ্ছে। আওয়ামী লীগকে শাস্তি দিতে চাইলে ভোট দেওয়াটাই তো অন্যায়।
যেহেতু আমাদের সামনে অপশন নেই। কাজেই আমাদের মন্দের ভালো খুঁজতে হবে। আর যেসব সুশীল সমাজের চুদিরভাইরা দুর্নীতির কথা বলে মুখে ফেনা তোলে তারাও আচুদা কথা বলেন। দুর্নীতি আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাড়িয়েছে। এটা থেকেও একদিনে মুক্তি আসবে না।
যাইহোক পড়ার আহবান জানাই
আগামি নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত এবং কেন?
Click This Link

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

মদন বলেছেন: সাধারন জনগনকে নিয়ে আপনার মনোভাব দু:খজনক।
এই জনগনের জন্য আপনি নিজে ব্যক্তিগতভাবে কিছু করেছেন কি যেনো তাদের উন্নতি ঘটে? আমাদের ডিগ্রী, আমাদের রাস্তাঘাট, আমাদের উন্নয়ন সব কিছুই সেই তথাকথিত .... জনগনের ঘামে ভেজা টাকা দিয়েই হচ্ছে।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

মদন বলেছেন: আওয়ামীলিগকে ভোট দিলে জনগন ভালো আর না দিলে হয়ে যায় "..." ??????????????????????????????????
হায় আওয়ামীলীগ :(

৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দেখুন, আমাদের দেশের জনগণ নানান পদের। কেও ধনী কেও রাস্তার ফকির। এর মাঝখানে রয়েছে আরও বহুবিধ শ্রেণী। যাদের মধ্যে অশিক্ষিত শ্রেণীও অনেক। শ্রেনী যখন অনেক হয় তখন সেদেশে গণতন্ত্র কোনো কাজেই আসে না। এটাই হলো বাস্তবতা।
জনগণ আওয়ামী লীগের ওপর খুশি নয়। তার মানে বিএনপিকে কেন ভোট দিতে হবে?

ভোট দেওয়ার মানেই কিন্তু দাড়ায় আপনি মন্দের ভালো হিসেবে একজনকে বেছে নিচ্ছেন। কিন্তু জনগণের অবশ্যই বোঝা উচিত বিএনপিকে ভোট দিলে তাদের কি অবস্থা হবে। তাদের অবস্থার কি আদৌ কোনো উন্নতি হবে কিনা।

বিএনপির সময়কালে বাসের মধ্যে কেও কোনো ব্যাগ নিয়ে উঠলে সবাই নড়েচড়ে বসতো বোমা কিনা? আমরা এতো সহজে ভুলে গেলাম সব। এখন আওয়ামী লীগকে আমরা নামিয়ে সেইদলকে বসাতে চাই?


আপনি যদি দুই দলের প্রতিই বিরক্ত থাকেন তাহলে আপনি ভোট দিতে কেন যাবেন? আপনার তো ভোটই দিতে যাওয়া উচিত না।
আমি ওপরের মন্তব্যে যে লিঙ্ক দিয়েছি সেটা আপনাকে পড়ার আহবান জানাই। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

মদন বলেছেন: আপনার লিংকের লেখা পড়েছি।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

রাখালছেলে বলেছেন: যদিও আমি রাজনীতি পছন্দ করি না তারপরও আপনার সাথে সহমত পোষন করলাম ।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

উড়োজাহাজ বলেছেন: চোখ কান খোলা রাখেন।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪

মদন বলেছেন: রাখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.