নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

শফীর সমালোচনা করতে গিয়ে তিনি রংপুরের মেয়েদের সম্ভ্রমহানি করলেন মতিয়া চৌধুরী

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

একি কথা বললেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এক সময়ের বামপন্থী এই নেত্রী নারী সমাজের পক্ষে কথা বলতে গিয়ে তিনি রংপুর জেলার নারীদের তিনি এতো নীচে নামালেন কেন? হেফাজতের আমীর আল্লামা শফীর সমালোচনা করতে গিয়ে তিনি রংপুরের মেয়েদের সম্ভ্রমহানি করলেন। রংপুরের মেয়েরা পতিতাবৃত্তিতে নাম লেখাতে তিনি যে ‘সরকারি রেজিষ্ট্রেশনের’ কথা উল্লেখ করেছেন সে রেজিষ্ট্রেশন কি দেখাতে পারবেন? সংসদে দেয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এই বক্তব্য নিয়ে ঢাকায় অবস্থানরত বৃহত্তর রংপুরের মানুষ এবং রংপুরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



জাতীয় সংসদে গতকাল হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর ভিডিও ফুটেজের বক্তব্য নিয়ে বিষোদগার করে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে রংপুরে মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল। তখন শফি আহমদ কোথায় ছিলেন? তিনি তাদের উদ্ধারে এগিয়ে আসেননি কেন?’ আহমদ শফী সেদিন কোথায় ছিলেন তা নিয়ে মাথা না ঘামালেও রংপুরের মানুষের প্রশ্ন মতিয়া চৌধুরী সেদিন কোথায় ছিলেন? এ তথ্য তিনি কোথায় পেলেন?



সংসদে মতিয়া চৌধুরীর এ বক্তব্য শোনার পর রংপুরের বিক্ষুব্ধ এক সাংবাদিক বললেন, রংপুরের মেয়েরা যখন ভাতের দাবিতে রেজিষ্ট্রেশন করে পতিতাবৃত্তিতে নেমেছিল তখন মতিয়া চৌধুরী কোথায় ছিলেন? তিনি কি দেখেছেন রংপুরের মেয়েরা পতিতার খাতায় নাম লিখিয়েছিলেন ভাতের দাবিতে? যদি ভাতের জন্য মেয়েদের পতিতাবৃত্তিতে নামেন হয় তাহলে রংপুরের ‘বউ’রা কি ঘরে বসেছিলেন? মতিয়া চৌধুরীর কাছে এ প্রশ্ন করছেন রংপুরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাতো রংপুরের ‘বউ’।



Click This Link

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

একজন ঘূণপোকা বলেছেন: ভালো তো ভালো না X(( X(( X(( X(( X((

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

মদন বলেছেন: খুব ভালো

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: নারি হয়ে নারির সমালোচনা
:-&

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

মদন বলেছেন: ছাত্রলীগের নারীদের প্রতি সম্মান দেখুন Click This Link

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

সাখাওয়াত০২ বলেছেন: ধুর মিয়া এইটা নারী অধিকার। সফি বললে অশ্লীল আর অন্য কেঊ বললে অধিকার? আপনি ত মধ্য যুগের মানুষ?

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

মদন বলেছেন: মনে হচ্ছে তাই

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভালো তো ভালো না

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২

মদন বলেছেন: খুব ভালো :)

৫| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

স্পেলবাইন্ডার বলেছেন: এই মাতারির মুখ, কথা ও চেহারা সব কুৎসিত...

৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

রাজীব দে সরকার বলেছেন: শফী'রে একটা নোবেল দেওয়া যায় না - তার 'তেতুল-তত্ত্বের' জন্য

৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

শুভখান বলেছেন:

মুতিয়া পাগল প্রলাপ বকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.