নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধনামা

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

আওয়ামীলীগই একমাত্র মুক্তিযুদ্ধের এজেন্ট

আমাদের দলের মাঝে থাকবে যারা প্রেজেন্ট।

হবে তারা Automatic দেশের মুক্তিযোদ্ধা

আমাদের সবার উচিৎ তাদের করা শ্রদ্ধা।

সেলিম ভাইয়ের বেয়াই মুসা বিন শমসের

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে ঢের।

অনেক মুক্তিযোদ্ধা তিনি করেছিলেন বধ

একথা এখন যারা বলে তারা হল বদ!

রানী মায়ের বেয়াই মোশারফ ফরিদপুর বাড়ী

ঘটনা জানে সেখানকার পুরুষ কিংবা নারী।

তিনি ছিলেন শান্তি কমিটির অনেক বড় লীডার

রানী মা এখন কিছুই জানে না খান শুধু ফিডার।

লীগের আরেক সাংসদ সদস্য আনোয়ার হোসেন

মুক্তিযোদ্ধার রক্ত তিনি গামছা দিয়ে মোছেন!

সাবের হোসেনের পিতা ছিলেন শান্তি কমিটির নেতা

আওয়ামীলীগের লোক যেহেতু ভুলে যান ভাই সেটা!

সাবেক ধর্মমন্ত্রী ছিলেন মাওলানা নুরুল ইসলাম

খেতে চান তিনি নিয়মতি মুক্তিযোদ্ধার চেহলাম।

সিলেট-৩ আসনের ছিলেন চৌধুরী পিরু মিয়া

গনহত্যা করেছিলেন তিনি শান্তি কমিটি দিয়া।

সরকার দলের হোম মিনিস্টার মখা আলমগীর

৭১ এর রাজাকার সে সাক্ষী বঙ্গবীর।

এডিসি হয়ে গেড়ে ছিলো পাকিদের সাথে ঘাঁটি

চিৎকার করে বলছে আজো টাঙ্গাইলের মাটি।

লীগের নেতা দিলীপ বড়ুয়ার কথা কেনই বা দেবো ছাড়ি

দলবল নিয়ে দখল করেছিলো বিহারী/হিন্দুদের বাড়ি





[সংগৃহিত]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.