![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দখল। ছিনতাই। অবৈধ কারসাজি। বেনামী আগ্রাসন। সিনাজুরি। জোরজুলুম। নানা মন্তব্য মিডিয়ায়। ব্যবসায়ী মহলে। পথ চলতি সাধারণ মানুষের। সংবাদ শিরোনামে, কথায় ঝরে পড়ছে বিস্ময়, বিক্ষোভ। রাতারাতি দখল হয়ে গেছে রাজধানীর শ’ শ’ বিলবোর্ড। বৈধ মালিকের বিজ্ঞাপন ঢেকে, আড়াল করে, সাঁটানো হয়েছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের বিবরণ, দলীয় স্লোগান, নেতা-নেত্রী ও দলীয় প্রতীকের ছবি। কারা এ কাজ করেছে তা নিয়ে মিডিয়ায় হেঁয়ালি করলেও দখলদার যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তা স্পষ্ট হয়েছে এর মধ্যে। তবে বিলবোর্ডগুলো থেকে তাদের দখলদারিত্বের অবসান কবে হবে কেউ বলতে পারছেন না। ব্যবসায়িক ও আর্থিক ক্ষয়ক্ষতি নিয়ে বিলবোর্ড ব্যবহারকারী এজেন্সি ও বিজ্ঞাপনদাতারা এখন ঘোরতর আশঙ্কায়, কিন্তু মুখ খুলতে গিয়ে প্রকাশ করছেন অসহায়তা।
পাঁচ সিটি করপোরেশনে শোচনীয় পরাজয়ের পর হঠাৎ করেই আগ্রাসী প্রচার-তৎপরতা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর কোটি কোটি টাকার বিলবোর্ডগুলো দখল করে তা সরকারের সাফল্যগাঁথা দিয়ে ভরে তোলা ওই তৎপরতারই এক অংশ।
Click This Link
উন্নয়ন করছেন। সবাইকে জানাবেন ভালো কথা। টিভিতে ২৪ ঘন্টা প্রচার চালান। অন্যের ব্যবসায়িক বোর্ড মাস্তানি করে দখল করে কেনো?
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫
মদন বলেছেন: ভোট না দিলেই জনগন খারাপ, কানা, অশিক্ষিত, মুর্খ আরো কত কি
২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
নিকষ বলেছেন: উন্নয়নের অঙ্গীকার .... ধারাবাহিকতা দরকার
আশা করা যায়, ধারাবাহিকভাবে তারা দখল কর্মকান্ড চালাইয়া যাবে, ভবিষ্যতেও।
০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০
মদন বলেছেন: জয় বাংলা
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
ঢাকাবাসী বলেছেন: এই রকম গুন্ডামি করা মাস্তানী করার অভ্যাস আম্লীগের সব সময়ই ছিল আছে আর আবার ক্ষমতায় আসলে ভয়ংকর রকম থাকবে। এরা দেশটাকে তাদের বাপের সম্পত্তি মনে করেই চলে সবসময়। এখন ক্ষমতা থেকে পদাঘাত খেয়ে বিতারিত হওয়ার ভয়ে উন্মাদ হয়ে পড়েছে!
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫
মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমার মনের ভিতরে যে একটা "শক্তিশালী বিলবোর্ড"
আছে, সেটি কি কেউ দখল করতে পারবে, যার দ্বারা আমি সিদ্ধান্ত নিবো, আগামীতে কাকে আমি ভোট দিব বা কাকে ভোট দিবনা। !!!!!!!!!!!!
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: যাক মানুষ তাহলে থু-তু ফেলার জায়গা খুজে পেল এতোদিনে। আগে তো রাস্তা-ঘাটে থুতু ফেলত, এখন বিল-বোর্ডের দিকে তাকিয়ে থু মারলেই হবে।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
রিয়াজ৩৬ বলেছেন: মুদ্দাকির বলেছেন: আমার মনে হয় , বিলবোর্ড বুমেরাং হবে
৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: চুপচাপ দেখে গেলাম। (আমাদের আসলে কিছু বলার নাই)
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
মুদ্দাকির বলেছেন: আমার মনে হয় , বিলবোর্ড বুমেরাং হবে
কত বড় সাহস , জনাব মায়া সাধারন মানুষকে এক রকম কানা বললেন????!!!!!!!!