নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

তত্ত্বাবধায়ক সরকার এলে নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে : শেখ সেলিম

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

সেলিম বলেন, আপনারা বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করবেন না, তত্ত্বাবধায়কের অধীনে করবেন। কিন্তু এটা তো সংবিধান পরিপন্থী।



http://www.newsevent24.com/?p=51977







তাইলে মাম্মা দেশে জ্বালাও-পোড়াও-ভাংচুর-হরতাল কইরা কোন গর্দভে তত্বাবধায়ক আমদানী করলো????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই সংবিধানের দোহাই দিয়ে এত কট্টরাত, সেই সংবিধান ষংশোধন হল যেই আদেশ বলে- সেই আদেশৈরই অর্ধেক বাস্তবায়ন করলো!!!

বাকী অর্ধেকেতো ষ্পষ্ট বলা আছৈ- আগামী ২ টা সংসদ নির্বাচর নিরাপত্তার জন্য কেয়ারটেকারের অধীনে হতে পারে।

বিচারকদের বোধকে সম্মান জানাই। তারা রাজনৈতিক বিষয়কে আদালতের মাধ্যমে নিষ্পন্নের চেষ্টা করলেও অপশন রেখৈছেন।

কিন্তু সেই অপশনকে না বিএনপি হাইলাইটস করছে- আওয়ামীলীগতো সামনে আনবেই না।

আগামী ২টা নির্বাচন আদালতের আদেশ বলেই কেয়া টেকার সরকারের অদীনে হবে। এটা যে মানবে না সে আদালত অবমাননার দায়ে দোষী হবে।

২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মদন বলেছেন: যদি তাই হয় তাইলে তো তত্বাবধায়ক দিয়ে নির্বাচন দিতে সমস্যা থাকার কথা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.