নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগকে ভোটদানের শর্তে ইন্টারনেট বিল কমানোর আশ্বাস জয় ভাইয়ার

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

ইন্টারনেটের দাম কমে যাচ্ছে!! প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে অবশ্য এমনই আভাস পাওয়া যাচ্ছে। তবে তার আগে শর্ত হচ্ছে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করতে হবে।



ইংরেজি এবং বাংলাতে পৌণে দশটায় নিজের ফেসবুক অফিসিয়াল পাতায় জয় ইন্টারনেট সংযোগের দামের বিষয়ে একটি স্ট্যাটাস জুড়ে দেন। যা এইমাত্র ডট কমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:



[বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এই বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এই নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুননির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে ।



২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত চার বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু দাম এখনো বেশি।



থ্রিজি এবং ফোরজি’র জন্য ইন্টারনেটের দাম আরো কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।



আওয়ামী লীগ পুনঃনির্বাচিত না হলে এই পরিকল্পনাগুলোর কোনোটিই বাস্তবায়ন করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে আমরা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছি, তবে এখনো অনেক কাজ বাকি। বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন।]

Click This Link







জয়(এর)বাংলা। ;)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০

উড়োজাহাজ বলেছেন: জয় সাবের কথা বার্তা শুনলে মনে হয় সাড়ে চার বছর তিনিই দেশ শাসন করেছেন। হাঃ হাঃ হাঃ
সারা বছর দেশ বিদেশের উজির নাজির মেরে এখন দেশে এসে কৃতিত্ব ফলাচ্ছেন!!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২

মদন বলেছেন: উজির নাজির ফলানোর কি আছে?? দেশ তো তারই। আমরাই তো সারাদিন বলি জয়(এর)বাংলা।

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১

ব্লগার ইমরান বলেছেন: মুলাটা বেশ ছোটো হয়ে গেলো :P

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১

মদন বলেছেন: আপনি কি আশা করছিলেন? পাওয়ার পয়েন্টের মাধ্যমে পারমানবিক বোমা বানানো হবে???

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

রাখালছেলে বলেছেন: পারলে এখনই কমান। পরে কি না কি হবে তা পরে দেখা যাবে ।

তারপরও বলতে হয় ৮০ থেকে ১৮ হাজার ! তারপরও তো আমজনতা কোন লাভ পায় নাই । তাইলে কি হবে X(( X(( X(( X((

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

মদন বলেছেন: অশ্ব ডিম্ব ;)

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

ভুদাই আমি বলেছেন: ভাই, ইন্টারনেট এর দামের সাথে নির্বাচন এর সম্পর্ক কী তা আমি অনেক চিন্তা করেও বের করতে পারলাম না। ইন্টারনেটের দাম অনেক আগেই কমানো দরকার ছিল। এটা গোটা জাতির উন্নতির জন্য খু্বই দরকার। বিদেশী কোম্পানীগুলো দেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি দিন আর উনি আগামী নির্বাচন পর্যন্ত এই টাকা পাচারটাকে বৈধতা দিলেন কিভাবে?

উনারা অনেক বড় মাপের মানুষ। হয়তোবা উনার বক্তব্যটার কিছুই বুঝতে পারি নাই। অথবা যা বুঝেছি তা উনি বুঝাতে চাই নাই।


তবে রাজনৈতিক স্বার্থে নয়, দেশের টাকা বিদেশী কোম্পানীকর্তৃক লুটপাট বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। কত পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে তারা তা পরিষ্কার হবে যদি আমরা একটু সময় করে পাশের দেশ ভারতের দিকে তাকায়। একই কোম্পানী ভারতে কোন রেটে সেবা দিচ্ছে আর আমাদের দেশে কোন রেটে?

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

মদন বলেছেন: প্রধানমন্ত্রী ঘোষিত দিনে দুইবার লোডশেডিং বন্ধ করা হবে, শর্ত একটাই, ভোট দিতে হবে ;)

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

ঢাকাবাসী বলেছেন: আরে ওদের ভোট না দিলে বলে মাইর দিবো, মাইরা তক্তা বানায়া দিবো!! কমসে কম হের মায়ে তো হেরকমই কয়!

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

মদন বলেছেন: তো কি কইবো? তারা কামের পর আকাম কইরা দেশে স্বর্নযুগ আইনা দিতাসে আর আপনেরা ভোট দিবেন না ক্যান????

বিডিআর হত্যা, শেয়ার বাজার, হলমার্ক, স্ট্যান্ডার্ড ব্যাংক, রানাপ্লাজা, সাগররুনি এইসব বিষয় নিয়া কথা কওনের দরকার টা কি??????

সুখে থাকতে ভুতে কিলাইতেছে??????

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

বাগসবানি বলেছেন: কয়েকদিন পর শুনব, ইউটিউবে 'লুঙ্গি ড্যান্স' দেখতে সরকারী আমলাদের ঘুষ দেয়া লাগতেছে :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.