নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আমরা জাতি হিসেবে পাকিদেরও অধম

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

এই ব্লগেই সারাদিন পাকিদের তুলোধুনো করা হয় কিন্তু সেই পাকিস্তানীদের সাথে যদি ফেলানীর মতো ঘটনা ঘটতো তাইলে বোধ হয় এতক্ষন পাক-ভারত যুদ্ধ বেধে যেতো।



আর আমরা কি করছি????? ভারত যা করবে তাতেই আমাদের সায়। আমরা পাকিদের হাত থেকে মুক্তি পেয়ে ভারতের হাতে পড়েছি।



এক ফেলানীর ঘটনাতেই প্রমানিত আমরা জাতি হিসেবে পাকিদেরও অধম।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

উড়নচন্ডী ডটকম বলেছেন: ইনকামিং (?) কমেন্ট

মদইন্যা তুই রাজাকার

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

আবিরে রাঙ্গানো বলেছেন: ফেলানীরা ঐখানে যায় কেন মরতে? সীমান্তে গেছে ফেলানীকে ফেলে দিয়েছে। এখানে ভারতের দোষ কোথায়? সবকিছুতেই সরকারকে টানেন কেন? সীমান্তে ২-১টা কাক মরলে সরকারের কিইবা আসে যায়? আর ভারত যখন বাংলাদেশীদের মারে তখন ওরা কাক মনে করেই গুলি চালায়। পরিক্ষা করে হাতের নিরিখ ঠিক আছে কিনা। কাকের বিচার যে শালারা চায় তারাইতো নির্বোধ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

মদন বলেছেন: মরন তো ওইখানেই...
গরীব হয়ে জন্মে হয়েছে যত দোষ। ভারতে মারে পাখির মতো। পেটের জ্বালায় শেখদের দেহের ক্ষুধা মেটাতে হয়, আর নাইলে রাস্তায় ঝাড়ু দেয়া হলো আমাদের সর্বোচ্চ সম্মান।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

উড়নচন্ডী ডটকম বলেছেন: আবিরে রাঙ্গানো, ফেলানীর বাবা ১২বছর ভারতে চাকরি করেছে। ( তথ্যটা মনে হয় আপনার অজানা )

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৪

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: আবিরে রাঙ্গানো :

বলেছেন, সীমান্তে ২-১টা কাক মরলে সরকারের কিইবা আসে যায়?


ফেলানি যদি আপনার আপন বোন হতো তাও আপনি এই কথা বলতেন?

আল্লাহর দুনিয়ায় মানুষকে মর্যাদা দিতে শিখুন।

ভারতের ******* চাটা বন্ধ করুন।

ঐ ম*********রা যখন সীমান্তে আসে তখন বিডিআর গুলি করলে তো খুবই মানবতার বানী আওরান।


মদন:
এক ফেলানীর ঘটনাতেই প্রমানিত আমরা জাতি হিসেবে পাকিদেরও অধম।


ভাই একটু বেশিই বাড়িয়ে বললেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মদন বলেছেন: আবিরে রাঙ্গানোর মন্তব্যটি আপনি বুঝতে পারেন নাই।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৭

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: @আবিরে রাঙ্গানো

আপনি যদি কমেন্টটা প্রহসনমূলক ভাবে বলে থাকেন তবে উপরের কমেন্ট আপনার জন্য না। যারা সত্যিকার এই সব নোংরা কথা বলে তাদের জন্য।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী@

আপনি আবিরে রাঙ্গানো’র ক্ষোভটা ধরতে পারেন নি।

২-১টা কাক মরলে সরকারের কিইবা আসে যায়? আর ভারত যখন বাংলাদেশীদের মারে তখন ওরা কাক মনে করেই গুলি চালায়। পরিক্ষা করে হাতের নিরিখ ঠিক আছে কিনা। কাকের বিচার যে শালারা চায় তারাইতো নির্বোধ।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

খাটাস বলেছেন: এই ব্লগেই সারাদিন পাকিদের তুলোধুনো করা হয় কিন্তু সেই পাকিস্তানীদের সাথে যদি ফেলানীর মতো ঘটনা ঘটতো তাইলে বোধ হয় এতক্ষন পাক-ভারত যুদ্ধ বেধে যেতো।
এই যুক্তিতে একমত না। পাকিরা নিজের দেশের মানুষের প্রতি দায়িত্তের চেয়ে ভারতের সাথে শত্রুতা কে প্রাধান্য দেয়। একই কাজ ভারত ও করে, সারা ভারতের টাকায় শুধু দিল্লি মুম্বাই উন্নত করছে।

আমাদের দেশের কিছুই উন্নতি হয় না, সব জায়গায় এক সাথে শোষণ চলে- এটাই সান্তনার বিষয়, বৈষম্য নাই। |-)
ভারত রে দোষ দিয়ে কি করবেন?
আমরা নিজেরাই দেশের বারোটা বাজিয়ে অন্নের মুখাপেক্ষি করে রেখেছি- সুন্দর একটা ট্যাগ ও পেয়েছি, দাদা- ব্রাদার দের কাছে উন্নয়নশীল দেশ।
উন্নয়ন শীল দেশ উন্নত দেশের (?) মারার শিকার হবেই, কারন বাংলাদেশ কে সব চেয়ে বড় মারা টা আমরা প্রতি দিন ই তো দিয়ে আসছি।
ব্লগেই তো প্রায় অনেক কেই দেখি, কেউ হাসিনার নেংটি ধরে টানাটানি, কেউ খালেদার নেংটি ধরে টানাটানি করেই জীবন পার করছে। আর এক দল হয়ত চুপ। কোন কথা নাই মুখে। সম্ভবত তাদের সুশীল বলে। তবে দল মতের উরধে সত্য কে সত্য মিথা কে মিথ্যা কয়জন বলে?
বাস্তব জীবনে আমরা কতটা দায়িত্বশীল , সেটাই সন্দেহ হয়। নিজের জন্য ও প্রযোজ্য।

ফেলানির মৃত্যু তে আমার কিছু যায় আসে না। এ কারনে না যে সে আমার কেও না। একারণে যে যে দেশের মানুষ নিজের দেশের (?) মারে, সে দেশে আর ও বহু ফেলানি ই মরবে, তা আমার পরিবারের কেও ও হতে পারে। তখন আমার দুঃখ হলে ও, কোন ফেলানির মৃত্যু তে এই মানুষ গুলোর শোক সভায় যাব না।

মাফ করবেন মদন ভাই। আমার কমেন্ট টা বেক্তি কেন্দ্রিক নয়। নিজের কথা সবার উদ্দেশে বললাম।
শুভ কামনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

মদন বলেছেন: বাস্তব জীবনে আমরা কতটা দায়িত্বশীল , সেটাই সন্দেহ হয়। নিজের জন্য ও প্রযোজ্য।

+++

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: " পাকিদের হাত থেকে মুক্তি পেয়ে ভারতের হাতে পড়েছি। "

ভারতীয় দালালদের মনে হয় এটাই ইচ্ছা ছিলো।
জনগনকে বোকা বানিয়ে, শহীদদের রক্তের অবমাননা করে রক্ত চোষা ভারতের হাতে দেশে মাথা বেচে দেয়া।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মদন বলেছেন: হয়তো তাই

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: ভাইসব, আমি কিন্তু @ বলে কাউকে আক্রমন করি নি। যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমি সরি। আমার ২য় কমেন্ট টা দেখবেন প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.