নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না: সুরঞ্জিত সেনগুপ্ত

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ড. ইউনুস টের পাচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত কতটা সত্য কথা বলেছে :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জোকের মূখে লবন পড়লে...?????? =p~ =p~ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

মদন বলেছেন: :)

http://www.newsevent24.com/?p=58741

আহমেদ আরিফ

স্যার, যেই মন্ত্রিসভা কালো বিড়াল খ্যাত সুরঞ্জিত সেন গুপ্তদের বাহবা দেয়, যে মন্ত্রিসভার শেয়ার বাজারের লুটেরাদের একটা কেশাগ্র পর্যন্ত ছুঁতে পারেনা, প্রধানমন্ত্রীর সুরে যে মন্ত্রিসভা ‘পদ্মা সেতুর দুর্নীতিবাজরা দেশপ্রেমিক;-সুরে সুর মিলায় সে মন্ত্রিসভা আপনার বিরুদ্ধে অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা নোবেল বিজয়ী আপনাকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা পাশে বসিয়ে ফটোসেশনের জন্য চায়ের দাওয়াত দেয়। বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাকে আমন্ত্রিত করে গর্বিত হয়। আর আওয়ামীলীগ সরকার গত ৫ বছরে আপনাকে একজন ‘জঘন্য ছোটলোক’ প্রমাণের সব রকম চেষ্টাই করেছে। গণভবন তো দূরে থাক দেশের সরকারী কোনো বিশ্বাবিদ্যালয়েও আপনার ডাক পড়েনি ছাত্রদের ভবিষৎ নির্দেশনা দেবার।

নিজ হাতে তিল তিল করে গড়া গ্রামীণ ব্যাংক থেকে আপনাকে একরকম ‘গলাধাক্কা’ দিয়ে বের করে দিয়েও আওয়ামীলীগ সরকারের হিংসত্মাক মানসিকতা একটুও কমেনি!

কিন্তু, এরপরও আওয়ামী লীগের নগ্ন ব্যক্তি আক্রমণের জবাবে শালীনতার সীমা অতিক্রম করেননি। উল্টো দেশ ও দশের স্বার্থে রাজনৈতিক সংকট নিরসনে সরকার চাইলে সরকারও বিরোধী দলের মধ্যে সমাঝোতার দায়িত্ব নিতে রাজী আছেন এমনটা ঘোষণা দিয়েছেন।

স্যার, বিনয়ের সাথে বলছি, আপনি বোকা। ভীষণ বোকা একটা মানুষ। ভীষণ বোকা বলেই এখনও নোবেল পুরষ্কারটা নিজের কাছে রেখেছেন। যদি বুদ্ধিমান হতেন তাহলে শেখ হাসিনার সাথে দেখা করে নোবেল পুরষ্কারটা দিয়ে মিডিয়ার সামনে এসে বলতেন- ‘এই নোবেল পুরস্কারের যোগ্য আমি না। এই পুরস্কারের যোগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের ওপর আল্লাহর রহমত আছে সেই শেখ হাসিনার হাতে নোবেল পুরস্কারটা তুলে দিতে পেরে আমি নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান অনুভব করছি।’

কি স্যার, অবাক হলেন? প্লিজ অবাক হবেন না। কারণ গত কয়েক বছরের পুরনো পত্রিকাগুলোতে একটু খুঁজলেই পাবেন, ‘যে দেশে শেখ হাসিনা আছে, সে দেশে নোবেল পুরস্কার ড.ইউনূস কিভাবে পায়? শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একমাত্র যোগ্য ব্যাক্তি শেখ হাসিনা’ টাইপের অনেক বাক্য।

স্যার, আপনি হয়তো ভুলে গেছেন এমন একটা দেশে বাস করেন যে দেশের প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক রংহেডেড ঘোষিত-ই না শুধু…দুঃখিত স্যার বাকীটুকু লেখার সাহস পেলাম না। কারণ, জানের মায়া তো সবারই আছে তাই না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.