নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

জয়ের চমক শুরু!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সংসদ ছাড়া সমঝোতা কীভাবে হবে? সংসদে এসে বিরোধী দলকে সমঝোতার কথা বলতে হবে। সরকার সব জায়গায় সমঝোতার আলোচনায় বসতে প্রস্তুত।



শনিবার সকালে বেসরকারি প্রতিষ্ঠান ‘সুচিন্তা ফাউন্ডেশন’এর আমন্ত্রণে চট্টগ্রাম ক্লাবে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।



নগরীর এসএফ খালেক রোডস্থ চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়।



এসময় চমকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি যে চমকের কথা বলেছিলাম তা হলো, তরুণদের সাথে ‘রাজনীতি ও তথ্য প্রযুক্তি’ নিয়ে আমার মতবিনিময়। আর এ মতবিনিময় চট্টগ্রামের তরুণদের দিয়েই শুরু হলো।







জয়(এর)বাংলা





http://www.newsevent24.com/?p=59883

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

সারাহেপি বলেছেন: :!>

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মদন বলেছেন: :)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

প্রািন্ত বলেছেন: উড়ে এসে জুড়ে বসে সুন্দর সুন্দর কথা বলাই যায়। কিন্ত কাজের সময় কাজ করা অত্যন্ত কঠিন। এই শেষ সংসদে বিএনপি যোগ দিল কি দিলনা সেটা বিবেচ্য বিষয় নয়। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার দেশটাকে অস্থিতিশীল করে দিয়েছে এবং এর সকল দায় সরকারকেই নিতে হবে। তিনি চট্ট্গ্রামে আরও অনেক কথা বলেছেন, তা এখানে উল্লেখ নাই।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

প্রবাসী১২ বলেছেন: চুড়ান্তভাবে জনগনের মতেরই বিজয় হবে।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সত্যিকারের উপকারী ও জনহিতকর চমক সেটিই হোত যদি জয় আওয়ামী গোয়ার্তুমি ছাপিয়ে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করার উদ্যেগ নিতো। এবং টানেলের শেষ মাথায় "আলো" নিয়ে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতো।

এটাই জয়ের জন্য সবচেয়ে মূল্যবান সুযোগ। এ সুযোগ বারবার আসেনা। জাতি চিরদিন মনে রাখত এমন একটি সুযোগ এটি।

মি. জয়, আপনি যদি মূহুর্তের ভিতর বাংলাদেশের সর্বসাধারণের মনে ঠাঁই করে নিতে চান, তবে এমন পদক্ষেপ নিন যাতে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়।


ঐটি ছাড়া অন্য যে কোন চমক, হীরা নয়, চকমকি পাথর ছাড়া আর কিছুই হবে না। একরাশ হতাশা আর বিরক্তি ছাড়া আর কিছুই হবে না।

B-)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

খাটাস বলেছেন: দেখি আগে কি হয়। কথা শুনতে শুনতে আর ভাল লাগে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মদন বলেছেন: কথা নয়, কাজ দেখতে চাই।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মহী বলেছেন: অন্য সব ফাউল টকিং আওয়ামী নেতাদের মতই কখা বলা শুরু করেছেন জয়। রসুনের .... কি যেন এক জায়গায় ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

মদন বলেছেন: :P

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

চান্টু ভাই বলেছেন: ধন্যবাদ জয়! চমক দেখাবার জন্য!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

মদন বলেছেন: :)

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: অপরিপক্ক ছেলে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

মদন বলেছেন: মায়ের মতোই মুখের লাগাম কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.