![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো কিছু বাদ দিয়া বেকসুর খালাস?
তাইলে হাসুবুবু এতোদিন যা কইলো এইডা মিথ্যা নাকি বিচারক যা করলো এইডা মিথ্যা?
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
তাজা কলম বলেছেন: বিএনপির সাথে সমঝোতার ফলাফল।
মানি লন্ডারিং মামলায় তারেক জিয়ার বেকসুর খালাস।
শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসছে বিএনপি।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: হাসুবুবু মিথ্যা
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
মিহির ০০৮ বলেছেন: বাংলাদেশে জন্ম নিয়া দোটানায় আছি.
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: তাজা কলম বলেছেন: বিএনপির সাথে সমঝোতার ফলাফল।
মানি লন্ডারিং মামলায় তারেক জিয়ার বেকসুর খালাস।
শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসছে বিএনপি।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মদন বলেছেন: দেখা যাক, সময়েই উত্তর বলে দিবে।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পুংটা বলেছেন: কোমড়টা ভাইঙ্গা দিছিলো আর্মি, এইটাই এখন স্বান্তনা পুরস্কার!
৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ভোরের সূর্য বলেছেন: দুই দল খেলবে নিজেদের মতন আমাদের মতন ম্যাংগো পাবলিক কে নিয়ে আর আমরা চিড়েচ্যাপটা হব এই দুই জনের মাঝ খানে থেকে। আমাদের কি মুক্তি নাই এদের কাছ থেকে!!!!!!
বোঝাই যাচ্ছে রায় নিয়ে ভেতরে কিছু না কিছু হয়েছে।এরকম প্রহসনের বিচার কি জন্য। একজন বেকসুর খালাস আর এক জনের সর্বোচ্চ শাস্তি!!!!!!!
৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ঈশান মাহমুদ বলেছেন: আজকাল বড় বড় চোরেরা আদালতের ক্ষমা করা না করার কেয়ার করে না, তারা ক্ষমতায় এসে নিজেদের মামলা নিজেরাই তুলে নিয়ে নিজেদের ’নির্দোষ’ ঘোষনা করে। তারপর প্রতিপক্ষের দিকে আঙুল তুলে বলে, ’তুই ব্যাটা চোর !’
এখন তারেক রহমান খালাস পাওয়াতে যাদের চুলকানি শুরু হয়ে গেছে, তাদের উচিৎ আয়নায় নিজের চেহারা দেখা। এই চোরের রাজত্বে তুমি কোন সাধু মহারাজ ?
৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
শাহীন উল্লাহ বলেছেন: আয় হায় রে বুবু ও তো এমন একটা কেস খাইছিলো ,
হের নিজের ভাই সাক্ষী ও দিছিলো ---------------------
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
মদন বলেছেন:
১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: তাজা কলম বলেছেন: বিএনপির সাথে সমঝোতার ফলাফল।
মানি লন্ডারিং মামলায় তারেক জিয়ার বেকসুর খালাস।
শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসছে বিএনপি।
হইবার পারে।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
এই আমি সেই আমি বলেছেন: আহ , কি শানিত তারেক চুর না , তারেক সাধু !
১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
২০ কোটি টাকা উদ্ধারের পরও তারেক কিমনে খালাস পায়?
তার চামচা মামুন তাহলে আগেই খালাস পাওয়ার কথা।
চাকর মামুনের কথায় তো ওয়ার্কঅর্ডার হওয়ার কথা না
তারের চোরা তো মামুনের মাধ্যমেই চুরি করত + পাচার করত।
তারেক নির্দোশ হইলে তার চাকর মামুন অবস্যই নির্দোষ।
"চোরায় খালাশ পাইল আর তার চাকরের জেল হইলো"!
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
রামন বলেছেন:
তারেকজিয়া, দরবেশ সালমান , রাজাকার মইত্যা, গো আজমদের অপরাধ প্রমান করতে আদালতের প্রয়োজন হয় না, বরঞ্চ এদের অপরাধের মাত্র কমানোর জন্য আদালতকে ব্যবহার করা হয়।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
নতুন বলেছেন: কিছুই বলার নাই....
দেশটা ফাউ পাইছে.... রাজনিতিক রা যেই ভাবে পারে দেশরে ুইদা যাইতেছে... আমরা জনগন হুদাই দেশপ্রেম দেশপ্রেম কইরা লাফাই...
১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
লোডশেডিং বলেছেন: এরই নাম রাজনীতি ভাইরে।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মদন বলেছেন: তাইতো দেখতেছি
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
সেমিবস বলেছেন: Click This Link