নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আমাদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে হবে: জয়

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

বাংলাদেশে এমন কোন জেনারেল বা সেনা কর্মকর্তা নেই যার বা যাদের সামরিক অভ্যুত্থান ঘটানোর খায়েশ আছে। সফল একটি অভ্যুত্থান ঘটাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছতে হবে। কিন্তু গণভবনে যে প্রহরীরা রয়েছেন তারা শেখ হাসিনার বিশ্বস্ত। তারা কাউকে গণভবনে প্রবেশ করতে দেবেন না। এছাড়া যে কোন সামরিক অভ্যুত্থানে ব্যাপক রক্তপাত হয়। তাই আমি মনে করি এমন কোন সেনা কর্মকর্তার দল নেই যারা এমন ঝুঁকি নেবেন। সেনাবাহিনীর কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করবেন না। তাদের ক্ষমতা পেতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।



সুত্র: মানব জমিন



কাহিনী কি, কিছু্‌ই বুঝলাম না

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

এজেপি অর্ক বলেছেন: মা বলেছেঃ নো বক্তব্য এ্যাবাউট পোলটি (পড়ুন পলিটিক্স)... :) :) :D

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

মদন বলেছেন: :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ভাবছি বসে একা বলেছেন: কাহিনী কি, কিছু্‌ই বুঝলাম না

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @বলেছেন: কাহিনী কি, কিছু্‌ই বুঝলাম না

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

নবীউল করিম বলেছেন: যোত শাসক শ্রেণী অর্থাৎ রাজা, বাদশা, সরকার প্রধান গত ৩০০০ বছরে খুন হয়েছে, তাঁদের কেউই অন্য দেশের বা অন্য শাসকের হাতে খুন হন নাই। ঐ নিজের একান্ত বিসশস্থ প্রহরী বা রাঁধুনি অথবা অন্য বিশেষ করে নীচের সাড়ির কর্মচারীর হাতেই খুন হয়েছে।

আর জয় যেহেতু পরাশুনায় ডক্টরেট করে ফেলেছে তাই ওর হয়তো জানা নেই যে,সাধারনত জেনারেলরা সবকিছুই জেনারালাইজড করে ফেলে কখনও ক্যু কোরতে পারে না! এই মেজর কাজটা (ক্যু) ঐ মেজররাই করে, বড় জোর কর্নেল পর্যন্ত।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মেজর কাজটা (ক্যু) ঐ মেজররাই করে...?

এসব এখন আর সম্ভব না। কদিন আগে এক মেজর জিয়া চেষ্টা করেছিল, ধরা খাইছে!

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

ঢাকাবাসী বলেছেন: কি বিষয়!

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭

কেএসরথি বলেছেন: এখানে "আমাদের লাশের উপর" বলতে ঠিক কাদের বলা হয়েছে?

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

মদন বলেছেন: আমিও জানতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.