নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

১৯৮৮তে জাতিয়পার্টি, ১৯৯৬ এ বিএনপি করেছিলো একক নির্বাচন

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

বাকি ছিলো আওয়ামীলীগ। একক নির্বাচনের মধু পেতে চায় আওয়ামীলীগ ২০১৪ সালে।



ইতিহাসের সব চেয়ে বড় শিক্ষা হলো মূর্খরা ইতিহাস থেকে শিখে না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ফ্রম_দা_জিরো বলেছেন: মূর্খরা ইতিহাস থেকে শিখে না। এইটা বলে আপনি মূর্খ দের অপমান করেছেন। বলা দরকার ছিল রাজনীতিবীদরা।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

মদন বলেছেন: তাইলেতো রাজনীতিবিদরা মুর্খ থেকেও অধম :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই ওরাও একদিন ইতিহাস হয়ে যাবে!

ঘৃণার না শ্রদ্ধার! তা সময়ই বলে দিচ্ছে-দেবে!

যাক স্বেচ্ছাচার আর স্বৈরাচারিতায় অন্তত চেতনার গলাবাজিটা কমবে;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মদন বলেছেন: :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

সেমিবস বলেছেন: ফ্রম_দা_জিরো বলেছেন: মূর্খরা ইতিহাস থেকে শিখে না। এইটা বলে আপনি মূর্খ দের অপমান করেছেন। বলা দরকার ছিল রাজনীতিবীদরা।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

মদন বলেছেন: :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শফিক১৯৪৮ বলেছেন: এখন আর 'যুদ্ধাপ.., 'চেতনা' কথাগুলো বেশী উচ্চারিত হচ্ছেনা! ব্যাপারটা কি?

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: লে হালুয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.