নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

দশম জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন ইতমধ্যেই বিজয়ী ;)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

সাতটি আসনে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। এই আসনগুলোর একমাত্র প্রার্থীরা হলেন:



চাঁদপুর-১ আসন থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর,

মৌলভীবাজার-৪ থেকে সাবেক সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ,

নোয়াখালী-২ থেকে মোর্শেদুল আলম,

কিশোরগঞ্জ-৪ থেকে রেদোয়ান আহমেদ তৌফিক,

লালমনিরহাট-২ থেকে মাহমুদ আলী,

মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম,

টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান রানা।



এভাবে ৩০০ আসনেই যদি একজন করে থাকে তাহলে কতই না ভালো হয় :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: ৩০০ আসনেই আনকনটেষ্ট করত তয় শরমে করে নাইক্কা। শেষতক তাই হতে পারে! মানি সবাই আন কন্টেষ্ট। কত্তো জনপ্রীয় বাওয়া!

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

মদন বলেছেন: সেইরাম জনপ্রিয় :)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ইনফা_অল বলেছেন: হায় হায় কয় কি!!

জাতীয় পার্টি যে কইলো তারা ২৯৯ প্রার্থী মনোয়ন দিয়েছে, তাইলে বিনা একজন কইরা প্রার্থী হয় কেমতে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

মদন বলেছেন: তাদের সম্ভবত ৩৮জন মনোনয়নপত্র জমা দিতে পারে নাই।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

তিক্তভাষী বলেছেন: স্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। ৪০টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৪টি দল আছে সেখানে। নির্বাচন কমিশন বিএনএফ গঠনে সহায়তা দিলেও একটা লোকও ভাগাতে পারেনি তারা। একতরফা আওয়ামী নির্বাচন ইতোমধ্যেই বংশবদ কমিশনসহ মুখ থুবড়ে পড়েছে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

রাজীব বলেছেন: Click This Link

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

ভিটামিন সি বলেছেন: আমার পাদু ধরেছে এই খবর হুইন্না। একটু খাড়ান আওয়ামী কমোডে একটু হাগু করে আসি।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: যাক আমরা তাহলে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পেয়ে গেলাম। আশা করি সামনের বার উনি আমাদের আরও বিনোদন দিবেন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৯

খেয়া ঘাট বলেছেন: রঙগে ভরা বঙগ দেশ। হাহাহাহাহা

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই প্রহসন না করলৈই ছিল না !!


হায় স্বৈরাচারের তকমা লাগানো এত খায়েশ!!!
বাকশাল ভুলে গেছিল নতুন প্রজন্ম-ডিজাটল রুপে তাদের সামনে আসতেই হল!!!!
স্বেচ্চাচার আর একদলীয় নির্বাচনের কলংকও গায়ে মাখতেই হল!!!


ভালু ভালূ- সবার গায়ে থাকবে- আমার কেনু নয়???????

এই চেতনায় হলে ঠিকাচে - জয় বাংলা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.