নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

কোন কোন দল বর্তমান নিয়মে নির্বাচনে যেতে চায়?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

পক্ষে:

১. আওয়ামীলীগ

২. জাসদ

৩. ত্বরিকত

৪. জাকের পার্টি

৫. বিএনএফ



বিপক্ষে

১. বিএনপি

২. জামায়াত

৩. জাতীয়পার্টি(গ্যারান্টি নাই)

৪. গন ফোরাম

৫. বিকল্প ধারা

৬. সিপিবি বাসদ

৭. জাসদ রব

৮. কৃষক শ্রমিক জনতা লীগ

৯. ইসলামী আন্দোলন বাংলাদেশ

১০. বাংলাদেশ ন্যাপ

১১. খেলাফত মজলিস

১২. ইসলামী ঐক্যজোট

১৩. বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর)

১৪. এলডিপি

১৫. কল্যাণ পার্টি

১৬. জাগপা

১৭. এনপিপি

১৮. এনডিপি

১৯. মুসলীম লীগ (কামরুজ্জামান)



আর কে কে বাদ পড়লো?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

মহসিন৭১ বলেছেন: সিপিবি বাসদ, বিকল্প ধারা, জাসদ রব, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর), এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, এনপিপি, এনডিপি, মুসলীম লীগ (কামরুজ্জামান)সহ আরো অনেকে নির্বাচনে যাচ্ছে না।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মদন বলেছেন: তথ্যের জন্য আন্তরিক ধন্যবাদ। লিস্টে দিয়ে দিলাম।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: তরিকত বাদ গেছে
জাকের পার্টিও

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

মদন বলেছেন: তরিকত জাকের পার্টি কি নির্বাচনে যেতে চায়?

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: বিএনএফ কি আছে নাকি বাদ গেছে?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

মদন বলেছেন: এর অবস্থাও এরশাদের মতো। বায়বীয়...

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: They r the domestic dogs of govt as far as I know

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মদন বলেছেন: তাইলে সরকারের খোয়াড়েই দেয়া হলো।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

তামিম ইবনে আমান বলেছেন: :-B :-B :-B :-B :-B

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মদন বলেছেন: :| :| :| :| :| :| :| :| :|

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

স্বাধীকার বলেছেন:
এই নির্বাচনে আওয়ামী লীগ এভাবে বিচ্ছিন্ন ও একা হয়ে যাবে-এটা কল্পনাও করা যায়নি। আম্লীগ ভেবেছিলো লোভ লালসা, কেনা বেচা দিয়ে বিএনপি থেকে কিছু নেতাকে নিতে পারবে, ছোট ছোট বিএনপি জোটের দল গুলোকে ভয় ও টাকা যুগপৎ দিয়ে নির্বাচনে আনবে, সাথে থাকবে ওপার থেকে সিং দাদারা-তাহলে তাদের আর কে পায়। বাংলাদেশের মানুষের কথা আম্লীগকে শুনতে হবেনা, গোপালী পুলিশ থাকলেই একটা নির্বাচন করা যাবে।

কিন্তু হায়! কেউ এলোনা, যারা ছিলো তারাও গেলো, এখন সকাল বিকাল তেল ও ভয় দিয়েও এরশাদ চাচাকে (আম্লীগের ভাই) নির্বাচনে আনতে পারছেনা। সর্বদলীয় খোয়াড় মন্ত্রীসভায় এরশাদকে মন্ত্রীত্ব দিয়ে ভাসিয়ে দিয়েও কাজ হলোনা। কারণ জাতীয় পার্টির অনেকেই বিশ্বাস করে যে, আনিসু-বাবলুরা আম্লীগের হয়েই কাজ করে জাতীয় পার্টিতে থেকে। শেষ জীবনে এসে পচেঁ গেলো জনপ্রিয় নেতা-তোফায়েল, আমু, মেনন। তারা মন্ত্রীত্ব ছাড়াই ভাল ছিলেন।
ভান্ডারী মৌলবাদী তরিকত বশরকে দিয়ে চেতনাধারী আম্লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েম করবে-যা বজরংগী ভারতের কাছে গ্রহনযোগ্য হবে!!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মদন বলেছেন: ভাবতেছি আওয়ামীলীগ জোর করেও যদি ভোট করে, প্রার্থী তার ভোটের প্রচার তো দূরের কথা, নির্বাচনের দিনে এলাকায় ঢুকে নিজের ভোটটা কিভাবে দিবে?

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: .....স্বাধীকার বলেছেন..

.....কিন্তু হায়! কেউ এলোনা, যারা ছিলো তারাও গেলো, এখন সকাল বিকাল তেল ও ভয় দিয়েও এরশাদ চাচাকে (আম্লীগের ভাই) নির্বাচনে আনতে পারছেনা। সর্বদলীয় খোয়াড় মন্ত্রীসভায় এরশাদকে মন্ত্রীত্ব দিয়ে ভাসিয়ে দিয়েও কাজ হলোনা।

আপচুস! আম্লীগের মতো দল জনগণের বিপরীতে চলছে!!!!!!!!!!!!!!!

চাপা'টা না থাকলে কবে ভাইসা যাইত ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মদন বলেছেন: চাপার জোর বড় জোর :)

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

HHH বলেছেন: সরকারী চাকরীরত ব্লগারগণ অবস্থা বেগতিক দেখে কেমন যেন চুপসে ফাটাবেলুন হয়ে গেছে। আগের মত আর গলার জোর নেই। চেতনার রস হুকায়া গেছে গা।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

ঢাকাবাসী বলেছেন: দেখবেন ইলেকশন ঠিকই হচ্ছে আম্লীরা ক্ষমতায় যাচ্ছে বাকিরা বাইরে দাড়িয়ে চিল্লাচিল্লি করছে!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মদন বলেছেন: তাইলে ইলেকশনের দরকার কি? ৩০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষনা করলে দেশের কিছু টাকা বাচে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.