![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবই আওয়ামীলীগের এমপি আর জানের মায়ায় যোগ দেয়া জাতীয়পার্টি নিয়ে নির্বাচনকে কি একক নির্বাচন বলা যাইবেক নাকি বলিতে হইবে দেশের সকল জন সাধারনের আনন্দচিত্তে অংশ গ্রহনের নির্বাচন????
তাহা হাইলে ১৯৮৮ সালের এরশাদ কাকুর আর ১৯৯৬ সালে গোলাপী আপুর নির্বাচনের সাথে এই নির্বাচনের মৌলিক পার্থক্য কোথায় তাহা এই মদন জানিতে ইচ্ছুক।
ডিসক্লেইমার: আমি দেশ বিরোধী, সরকার বিরোধী, এবং সর্বপরী আওয়ামীলীগ বিরোধী কিছু বলি নাই। যদি লেখাতে তাহা প্রকাশ পায় তাহলে লেখাটি মুছিয়া ফেলে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মডুদের প্রতি আবেদন রহিল। এক নেতা, এক দেশ। হাসু আপুর বাংলাদেশ
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
নষ্ট ছেলে বলেছেন: কিছু কইতে গেলে আবার সংবিধান বিরোধী মন্তব্য হয়ে যেতে পারে!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
মদন বলেছেন: তাইলে চুপ থাকেন
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
নক্ষত্রপথ বলেছেন: মুলা মুলা মুলা -- সব কিছু মুলা। আমরা হইলাম আমজনতা
http://bdnewseveryday.com/
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সব দল নিয়ে স্বচ্ছ নির্বাচন না হলে গনতন্ত্রের কোন মূল্য নাই।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
নষ্ট ছেলে বলেছেন: বিএনপি অনেক চুরিচামারি করছে সত্যি তবে আওয়ামী লীগের এক শেয়ার বাজারের চুরি যোগ করলেও বিএনপির সব চুরি থাইকা বেশি হইব।
বেশির ভাগ মিডিয়া আওয়ামী ও বামদের হওয়ার লীগের চুরি খুব একটা হাইলাইট হয় না। @দক্ষিনা বাতাস
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
এম এ কাশেম বলেছেন: যে ক্ষমতায় সে সাধু
বাকিরা সব চোর
আর ক্ষমতা গেলে
সে হবে মহা চোর।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
বিশ্বাস করি 1971-এ বলেছেন: এক দেশ এক দল এক নেতা । জয় বাংলা দালাল সামলা!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
মদন বলেছেন:
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
ভিটামিন সি বলেছেন: নির্বাচনে যদি জনগনই ভোট দিতে না পারে তাহলে সেটা নির্বাচন হয় কিভাবে? সেটা তো স্বৈরাচারই হয়ে যায়। জনগনই তো তার প্রতিনিধি ভোটের মাধ্যমে বাছাই করবে। সেখানে যদি বাছাই করার কোন প্রক্রিয়া না থাকে তাহলে আবার নির্বাচন হয় নাকি? আমার মতে প্রত্যেক আসনে কমপক্ষে তিনটি দলের কমপক্ষে ৫জন প্রতিদন্ধীতা করতে হবে। তাহলে কেবল জনগন আসল ব্যাক্তি নির্বাচন করতে পারবে। না হলে আবারও সেখানে নির্বাচন করতে হবে। এমন হলে সাধারণ মানুষ প্রতিদন্ধী হওয়ার সুযোগ পাবে। নাহলে এক পার্টি বা দুই পার্টির দূর্নীতিবাজরাই বারবার ক্ষমতা দখল করবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
দখিনা বাতাস বলেছেন: বলা যাবে। এইটা একক নির্বাচন। যতকিছুই হোক বাংলাদেশে আওয়ামীলীগ আর বিএনপি ছাড়া নির্বাচন গ্রহনযোগ্য হবেনা।
৮৮ আর ৯৬ এর সাথে একটু পার্থক্য আছে আমার কাছে। ঐ সময় জানতাম না কে কেমন দেশ চালায়। এখন জানি সবাই মোটামুটি একই চুরি করার দিক দিয়া।
তবে কাজকর্মের দিক দিয়া আওয়ামীলীগ কাজ করছে অনেক, এরশাদা কাকাও করছে, বিএনপি কাজ যে কি করছে- ঠিক বুজি নাই।তবে চুরি বাটপারির দিক দিয়া বিশ্বচ্যাম্পিয়ন করছে। অনেক দিনের কস্ট ছিল রাজাকার, ঐটারে সাইজ করার জন্য এখন হাসু বুবুরেই আরো কিছু দিন চাই